শেষ আপডেট: 22nd March 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: যৌথ সিদ্ধান্তেই দল পরিচালনা করতে হবে। কাজল শেখ নিজের সিদ্ধান্তে অনড় থাকায় সেই মতোই শনিবার বীরভূমে তৃণমূলের (TMC) কোর কমিটির বৈঠক হবে বলে জানিয়ে দেন আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
বোলপুর তৃণমূলের জেলা দফতরে বিকেল তিনটে নাগাদ বৈঠক ডাকা হয়েছিল ঠিকই, কিন্তু সেই বৈঠকেই যোগ দিলেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুরের কোর কমিটি ছেড়ে মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট। সেখানে দেউচা-পাচামির বৈঠক করবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি। তবে বোলপুরের বৈঠকে উপস্থিত রয়েছেন কাজল শেখ (Kajal Sekh)।
গত ডিসেম্বরে রামপুরহাটে জেলা কোর কমিটির বৈঠকের তিন মাস পরে এদিন বোলপুরে ফের বৈঠক ডাকা হয়েছিল। যাকে ঘিরে চরম অস্বস্তি তৈরি হয় দলে। বিকাশ রায়চৌধুরী এ ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন, "কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি যেদিন বৈঠক ডাকতে বলবেন সে দিনই আমি বৈঠক ডাকব।"
এদিকে অনুব্রত মণ্ডল বুধবার দুপুরে কোর কমিটির বৈঠক না ডেকে জেলা কমিটির বৈঠক ডাকেন। তাতে দলের ৯টি বিভাগকে ডাকা হয়। সাংসদ থেকে শাখা সংগঠনের সবাইকে। উদ্দেশ্য একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলায় নির্বাচনী কমিটি তৈরি করা।