শেষ আপডেট: 4th January 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন হল অনুব্রত মণ্ডলের। কেষ্ট দু'বছর জেলবন্দি থাকাকালীন এই সরকারি পদে আর কাউকে বসানো হয়নি।
রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই যাবতীয় বিতর্কের অবসান হল। কারণ, জেলায় ফিরে সরকারি অনুষ্ঠানে কোন পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করবে সেটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল।
এ প্রসঙ্গে কেষ্ট অবশ্য বলেন, তাঁর অনুপস্থিতিতে ওই পদে নতুন করে কেউ বসেছিল বলে তিনি জানেন না। বলেন, 'আমিই ছিলাম, আমিই আছি।'
জানা গিয়েছে ইতিমধ্যেই, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে পদে প্রত্যাবর্তন সংক্রান্ত নথিও পাঠিয়ে দিয়েছে নবান্ন। এদিকে, দায়িত্বে ফিরে পেয়েই বোলপুরে আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন তিনি।
রাজ্যে পালা বদলের আগে থেকেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। রাজ্যের ক্ষমতায় আসার পর ২০১৩ সালে তাঁকে রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি পদে বসান মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। সেই থেকেই বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত জেলবন্দি ছিলেন।
জেল খেটে ২৫ মাস পর বাড়ি ফিরেছিলেন অনুব্রত। গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে।
২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহাড়েই বন্দি ছিলেন তিনি। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করে। সেই থেকে রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার চেয়ারম্যান পদ ফাঁকাই ছিল। আবারও তা ফিরে পেলেন তৃণমূল নেতা।