শেষ আপডেট: 29th September 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার তিহাড় জেল থেকে বোলপুরে ফেরার পর জানিয়েছিলেন চিকিৎসা করাতে শীঘ্রই কলকাতায় যাবেন।
সূত্রের খবর, চিকিৎসার জন্য রবিবারই কলকাতায় আসছেন তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। তবে এ যাত্রাতেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর সাক্ষাতের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কারণ, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুপুরেই কলকাতা থেকে বিমানে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঠিক সে সময়ই কলকাতায় আসার কথা কেষ্টর।
চিনারপার্কে ফ্ল্যাটও রয়েছে বীরভূমের 'বাঘে'র। তবে সেখানে রবিবার তিনি থাকবেন নাকি ডাক্তার দেখিয়ে ফের বোলপুরে ফিরে যাবেন, তা স্পষ্ট নয়। ফলে এবারের মুখ্যমন্ত্রী-অনুব্রত সাক্ষাৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে অনুব্রত মণ্ডল যখন তিহাড় জেল থেকে বেরোচ্ছিলেন তখন দলের অন্দরেই গুঞ্জন শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই হয়তো নিজের বীর-ভূমে প্রত্যাবর্তন হবে অনুব্রত মণ্ডলের।
কারণ, মঙ্গলবার বোলপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক পূব নির্ধারিত ছিল। বাস্তবে অবশ্য দেখা যায়, মঙ্গলবার সকালে মেয়ে এবং দলের কিছু কর্মীর সঙ্গে বোলপুরে পৌঁছন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। পরে বোলপুরে প্রশাসনিক বৈঠক হাজির হলেও অনুব্রতর সঙ্গে দেখা না করেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এ ব্যাপারে বৃহস্পতিবার অনুব্রত জানিয়েছিলেন, "মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া উচিত বলে আমি তো মনে করি। মেয়েটাকে ১৬ মাস জেল খাটানো হয়েছে। ও তো সাধারণ মেয়ে, কোনও দোষ করেনি।"
এমনকি ২৫ মাস জেল খাটা প্রসঙ্গেও কেষ্টর মুখে শোনা গিয়েছিল, "ইশ্বরের সঙ্গে নিশ্চয়ই কিছু অন্যায় করেছি, সেজন্যই হয়তো শাস্তি পেলাম।"