শেষ আপডেট: 3rd September 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধে কঠোর শাস্তির আইন সংক্রান্ত বিল পাশ করাতে যাওয়ার আগে মঙ্গলবার সকালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হ্যান্ডলে এই আইনের প্রশংসায় একটি পোস্ট করা হল। এক্সবার্তায় শাসকদল লিখেছে, এ এক সন্ধিক্ষণ। বাংলার বার্তা অত্যন্ত স্পষ্ট। নারী এবং শিশু নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না।
তৃণমূলের আরও বক্তব্য, এই ধর্ষণ বিরোধী বিল বিচারের একটি নতুন মানদণ্ড খাড়া করবে। যেখানে এই ধরনের অপরাধে দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অবিচল ন্যায় দেওয়া হবে। ছোট্ট এই বার্তায় শাসকদল বোঝাতে চেয়েছে যে, কেন্দ্রীয় সরকারের ন্যায় সংহিতায় ধর্ষণ বিরোধী যে শাস্তির কথা রয়েছে, তার থেকে জোরাল হতে চলেছে রাজ্যের এই আইন সংক্রান্ত বিল।
This is a watershed moment and Bengal’s message is clear: there will be no compromise when it comes to the safety of our women and children.
— All India Trinamool Congress (@AITCofficial) September 3, 2024
The Anti-Rape Bill, a one-of-a-kind legislation, sets a new standard for justice – swift, decisive and unyielding!#BengalShowsTheWay pic.twitter.com/cUaAe4wCF3
এদিকে, লালবাজারের সামনে সোমবার রাতে জুনিয়র ডাক্তাররা বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গোব্যাক স্লোগান দেওয়ায় যারপরনাই খুশি ঘাসফুল শিবির। তাদের মতে, রাজনীতি ছিনতাই করার ছকের মুখোশ খসে পড়েছে। যদিও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফাই দিয়ে বলেন, মানুষ আমার উপস্থিতি নিয়ে ভুল বুঝেছে।
অভিজিতের কথায়, শহরের এক বাসিন্দা হিসেবে আমি এখানে এসেছিলাম। তাঁদের পাশে থাকার বার্তা দিতে চেয়েছিলাম। আমি তাঁদের বিরুদ্ধে নই, বোঝাতে চেয়েছিলাম আমিও আপনাদের সঙ্গে আছি। এনিয়েই শাসকদল তৃণমূল এক্সবার্তায় লিখেছে, বিজেপিকে নিজের জায়গা দেখিয়ে দিয়েছেন ডাক্তাররা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো কুভাষী ও নারীবিদ্বেষী নেতার বাংলায় কোনও স্থান নেই।
তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি একটি দুঃখজনক ঘটনা নিয়ে রাজনীতি করছে। ডাক্তারদের আন্দোলনকে নিজেদের বলে ছিনিয়ে নিতে চাইছে। আর ডাক্তাররাও বিজেপির সেই রাজনীতি ছিনতাই করার ছককে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দিয়েছেন।