শেষ আপডেট: 31st January 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: এবার নৈহাটিতে দিনেদুপুরে শুটআউটের ঘটনা। আততায়ীদের গুলিতে খুন হলেন তৃণমূল কর্মী। নৈহাটির পানিট্যাঙ্কি এলাকায় আচমকা গুলি চলে। মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে ওই তৃণমূল কর্মীর।
শুধু তাই নয়, পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় বলেও অভিযোগ। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর তুমুল চাঞ্চল্য গোটা এলাকায়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন নিহত তৃণমূল কর্মীর পরিবারের লোকজন।
স্থানীয় বিধায়ক সনৎ দে জানান, "সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী ছিল। বাড়ি ফিরছিল। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালিয়েছে।" তাঁর অভিযোগ, অর্জুন সিং-এর আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ, চিন্টু সিং-সহ একাধিক দুষ্কৃতী ঘিরে ধরে সন্তোষকে ৪ রাউন্ড গুলি করে।
এলাকায় বেশ পরিচিতি ছিল ওই তৃণমূল কর্মীর। তাঁকে গুলি করার পরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা খতিয়ে দখতে শুরু হয়েছে তদন্ত।