শেষ আপডেট: 29th April 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিপুরের আদালত শনিবার গ্যাংস্টার মুক্তার আনসারি ও তার ভাই আফজল আনসারিকে অপহরণ-খুনের মামলায় অভিযুক্ত করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ছাড়াও উত্তরপ্রদেশের গ্যাংস্টার আইনেও মামলা দায়ের করা হয়েছিল।
খুনের ঘটনাটি ২০০৭-এর। গাজিপুরে পর পর দুটি খুন হয় সে বছর। প্রথমে ব্যবসায়ী কৃষ্ণানন্দ রাই নামে এক ব্যক্তি খুন হয়। দিন কয়েক পর অপহরণ করা হয় আর এক ব্যবসায়ী নন্দকিশোর রুংতাকে। পরে তাঁর মৃতদেহ মেলে। খুন অপহরণের মামলায় নাম জড়ায় এলাকার গ্যাংস্টার মুক্তার ও আফজলের। এই দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ আগে থেকেই ছিল।
শনিবার সেই মামলায় গাজিপুরের এমপি-এমএলএ আদালত মুক্তারকে দশ এবং আফজলকে চার বছর কারাবাসের সাজা দিয়েছে। মুক্তার আগে থেকে বিন্দের জেলে বন্দি। শনিবার আদালতে হাজির ছিলেন আফজল। পুলিশ তাঁকে আদালত থেকেই গ্রেফতার করে নেয়। এতদিন যে জামিনে মুক্ত ছিল।
আফজল উত্তরপ্রদেশের বহুজন সমাজবাদী পার্টির সাংসদ। চার বছর কারাবাসের সাজা হওয়ায় তাঁরও সাংসদ পদ খারিজের সম্ভাবনা প্রবল (MP post is going to be dismissed)। তবে বিচারক সাজার উপর এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন। যাতে দোষীরা উচ্চ আদালতে আবেদন করতে পারে। যদিও খুনের মামলায় জামিন মেলার সম্ভাবনা কম। তাছাড়া, আফজলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে যুত্ত থাকার অভিযোগ রয়েছে। সেই কারণেও তার জামিন পাওয়া কঠিন, মনে করছে আইনজ্ঞমহল। ২০১৯-এর লোকসভা ভোটে বিএসপি ১১টি আসন জিতেছিল।
গলায় মালা, মুখে স্লোগান, যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে রাজকীয় অভ্যর্থনা উত্তরপ্রদেশে