শেষ আপডেট: 29th November 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় আরও এক ‘ষড়যন্ত্রকারী’কে গ্রেফতার করল পুলিশ।
তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তির সঙ্গে বিহার যোগের প্রমাণ পাওয়া গিয়েছে। ধৃতের নাম মহম্মদ আলি। শুক্রবার বিকেলে আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনি থেকে তাকে পাকড়াও করে পুলিশ।
কসবার অ্যাক্রোপলিস মলের অদূরে স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি। গত ১৫ নভেম্বর নিজের বাড়ির সামনে তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় বিহার থেকে অস্ত্র আনা এবং সেই অস্ত্র লুকিয়ে রাখার কাজে যুক্ত ছিল মহম্মদ আলি।
ঘটনার দিনই যুবরাজ সিং নামে এক তরুণকে হাতে নাতে ধরে ফেলেছিলেন এলাকার বাসিন্দার। তাকে জেরা করে গুলজার এবং এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের বয়ানের ভিত্তিতে এক সপ্তাহ আগে ফুলবাবু নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জেরা করে এবার মহম্মদ আলির সন্ধান পেলেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে পৃথিবী থেকে সরিয়ে দিতে দুষ্কৃতীরা ৫০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে আগেই পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল। সূত্রের দাবি, জেরায় পুলিশের কাছে আফরোজ ওরফে গুলজার খান নাকি স্বীকার করেছে যে সুশান্তকে খুনের পুরো ভার দেওয়া হয়েছিল বিহারের পাপ্পু গ্যাংকে। গ্যাংয়ের এক সদস্য এক মাস আগে থেকেই কলকাতায় ঘাঁটি গেড়ে সুশান্তর গতিবিধি নজর রাখছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ।
সূত্রের দাবি, ঘটনায় আরও একাধিকজন জড়িত থাকতে পারে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।