শেষ আপডেট: 11th January 2025 10:43
দ্য ওয়াল ব্যুরো: বড় বাজারের পর এবার ইএম বাইপাস। ফের শহরে দুর্ঘটনা।
পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ইএম বাইপাসে যুবভারতী ক্রীড়াঙ্গনের ৫ নম্বর গেটের উল্টোদিকে। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যে চালক ও তার সঙ্গীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে উল্টোডাঙার দিক থেকে আসছিল বেপরোয়া গতির গাড়িটি। যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছে ইএম বাইপাসের ডিভাইডারের ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় রেলিংয়ের লোহার অংশ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চালক মত্ত অবস্থায় ছিলেন। বেপরোয়াভাবে গাড়িটি এসে রেলিংয়ে ধাক্কা মেরে প্রায় ৫০ ফুট ছিটকে গিয়ে পড়ে। ওই সময় রাস্তায় কোনও গাড়ি থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
শুক্রবারই বড়বাজারে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গিয়েছিল একটি মিনিবাস। ফুটপাথে উঠে বৃদ্ধাকে পিষে দেয়।গুরুতর জখম হয় তিন জন। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। এর আগে গত বছর ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছিল একজনের। তার আগে সল্টলেকে বাসের রেষারেষিতে এক স্কুল ছাত্রের মৃত্যুও ঘটেছিল।
স্বভাবতই, কলকাতায় বেপেরোয়া চালকদের দৌরাত্ম্য নিয়ে ফের প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, পুলিশি নজরদারি নিয়েও।
প্রসঙ্গত, সল্টলেকে স্কুল পড়ুয়ার মৃত্যুর পর বেপরোয়া চালকদের দৌরাত্ম্য ঠেকাতে উচ্চপর্যায়ের বৈঠকেও বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। সেখানেই পথ দুর্ঘটনা রুখতে বেপরোয়া বাস চালকদের ওপর নজরদারির জন্য অ্যাপ আনা হবে বলে সিদ্ধান্ত হয়।