শেষ আপডেট: 18th September 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: প্রেমের টানে স্বামীর সংসার সেরে পাকিস্তানে (Pakistan) পাড়ি দিয়েছিলেন রাজস্থানের অঞ্জু (Anju Case)। ফেসবুক আলাপ হওয়া 'বন্ধু'র সঙ্গেই পাকিস্তানে সংসার পেতেছিলেন তিনি। ঘটনার মাস দুই কাটতে না কাটতেই কি মোহভঙ্গ হল অঞ্জুর? সংবাদমাধ্যম সূত্রে খবর, সামনের মাসেই ভারতে (May Return To India ) ফিরতে চলেছেন অঞ্জু!
প্রশ্ন উঠছে, কী এমন ঘটল যে ভারতে ফিরতে চাইছেন অঞ্জু। জানা গেছে, ভারতে রেখে যাওয়া তাঁর দুই সন্তানের জন্য খুবই মন খারাপ করছে অঞ্জুর তাই ভারতে ফিরতে চান তিনি।
গত জুলাই মাসে ভারতের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যায় অঞ্জু। বাড়িতে বলে গিয়েছিলেন, ফিরে আসবেন। কিন্তু কথা রাখেননি, উল্টে পড়শি দেশের সেই বন্ধু নাসরুল্লাহকে বিয়ে সেরেছিলেন অঞ্জু। শুধু তাই নয়, নাম পাল্টে ফতিমা নাম নিয়েছিলেন তিনি। সেই খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। এমনও জানা যায়, পাকিস্তানে সুখেই সংসার করছেন তিনি।
নাসরুল্লাহ আরও জানিয়েছেন, ভিসার জন্য আবেদন করা হয়েছে। স্ত্রীর সঙ্গে তিনিও ভারতে আসতে পারেন। কাগজপত্র তৈরি হয়ে গেলেই বিমানের টিকিট কাটবেন তাঁরা। এখন প্রশ্ন হচ্ছে, ভারতে ফিরলেও অঞ্জুর আগের স্বামী ও তাঁর পরিবার তাঁকে মেনে নেবে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: মার্কিন চাপেই ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছিল পাকিস্তান, 'পুরস্কার' হিসেবে পেয়েছিল ঋণ!