শেষ আপডেট: 25th October 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য দফতরকে না জানিয়ে একতরফা ভাবে ৫৩ জন ডাক্তারি ছাত্রকে সাসপেন্ড করা নিয়ে আরজি করের অধ্যক্ষর উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সেই বৈঠকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, 'ম্যাডাম, ওরা নটোরিয়াস ক্রিমিনাল'।
এবার সেই অনিকেতদের বিরুদ্ধেই আর এক 'ক্রিমিনাল' কে আড়াল করার গুরুতর অভিযোগ আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীরা।
সোশ্যাল পোস্টে কুণাল, অরূপরা লিখেছেন, ২০২১ সালের ২৬ জানুয়ারি রামপুরহাট মেডিক্যাল কলেজের হস্টেলের
ঘর থেকে ডাক্তারি ছাত্রী মধুমিতা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।
কুণাল, অরূপদের অভিযোগ, "কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের(!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।"
মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তার মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট… pic.twitter.com/OZJEXIDQ9E
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 25, 2024
অনিকেত-সহ আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে তৃণমূলের দুই নেতা আরও লিখেছেন, '২০২১ সালের সেই এফআইআর কপি এবং মধুমিতার বাবার অভিযোগপত্র দেওয়া রইল, আশা করব জুনিয়র ডাক্তারবাবুরা এবারে পরিষ্কার করে জানাবেন যে এই শাহবাজ শেখ (যাকে ছবিতে দেখা যাচ্ছে গোল চিহ্নিত করা) তিনি সমাজসেবী নাকি নটোরিয়াস ক্রিমিনাল!! অপেক্ষায় রইলাম।'
এ ব্যাপারে অনিকেত মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল বেজে গিয়েছে। ফলে জানা যায়নি প্রতিক্রিয়া। তবে কুণাল, অরূপদের অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।