শেষ আপডেট: 9th April 2022 03:23
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশজুড়ে (Andhrapradesh) বিদ্যুতের ঘাটতি চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই লোডশেডিং (Electricity Crisis) লেগেই আছে। কিন্তু শুক্রবার অন্ধ্রপ্রদেশের হাসপাতালে যে ছবি দেখা গেল তা বেনজির। লোডশেডিংয়ের মধ্যে মোবাইলের টর্চের আলোতেই সন্তান প্রসব করলেন এক মহিলা।
আরও পড়ুন: বিছানায় পড়ে গৃহবধূর গলাকাটা দেহ! ভরসন্ধ্যায় হুলস্থূল পলতায়
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নরসিপাটানমের এনটিআর হাসপাতালে। সন্তানসম্ভবা মহিলা হাসপাতালে ভর্তি ছিলেন। যখন তাঁর প্রসব বেদনা ওঠে তখন বেশ রাত হয়েছে। হাসপাতালে বিদ্যুৎ নেই। এমনকি জেনারেটরও কাজ করছে না। এই পরিস্থিতিতে কীভাবে সন্তান প্রসব হবে তা নিয়ে ফাঁপড়ে পড়েন হাসপাতালের চিকিৎসক, নার্সরা। প্রসূতির পরিবারও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
শেষ পর্যন্ত একটাই রাস্তা খোলা ছিল। প্রসূতির স্বামী ও পরিবারের অন্যান্যদের বলা হয় যত দ্রুত সম্ভব মোবাইলের টর্চ লাইটের ব্যবস্থা করতে। তার মধ্যেই প্রসব হয় শেষমেশ। সন্তান ও মা দুজনেই সুস্থ আছে বলে খবর।
সন্তানের জন্মের পর তাঁকে কোলে নিয়ে দাঁড়ান তাঁর ঠাকুমা, খুশিতে চোখে জল আসে তাঁর। সেই ভিডিও সামনে এসেছে। তিনি জানিয়েছেন, অন্ধকারের মধ্যে প্রসবে কোনও গোলমাল হলে কী পরিণতি হত তা ভাবতেও পারছেন না তিনি। দ্রুত এই বিদ্যুৎহীন পরিস্থিতির সমাধান করা হোক, আর্জি জানিয়েছে প্রসূতির পরিবার। অনেকেই বলছেন, সন্তান প্রসব না হয় মোবাইলের আলোতে সম্ভব হয়েছে, কিন্তু অন্যান্য জটিল অস্ত্রোপচারে কি টর্চেই কাজ হবে? বিদ্যুৎ ছাড়া হাসপাতাল চলবে কীভাবে? এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন সকলেই।