শেষ আপডেট: 7th April 2022 15:33
দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভায়ই ভেঙে দিলেন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy)। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল। বৃহস্পতিবার একসঙ্গে ২৪ জন মন্ত্রী ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর কাছে!
এদিন দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয় পুরনো মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে। তার পরিবর্তে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। তাহলে কী পুরনো মন্ত্রীদের কাজে খুশি ছিলেন না জগনমোহন?
না, অন্ধ্রপ্রদেশে কোন সঙ্কট দেখা যায়নি। মন্ত্রীদের ওপর অসন্তুষ্টও নন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার রদবদল করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে রাজ্যের বিধানসভার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১১ এপ্রিল নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। জানা যাচ্ছে, এবারের মন্ত্রিসভায় সুযোগ পাবেন একঝাঁক নতুন মুখ। পাশাপাশি, তপসিলি ও তপসিলি উপজাতি বিধায়কদের নতুন মন্ত্রিসভায় বেশি প্রাধান্য দেওয়া হবে। গুরুত্ব পাবে মহিলারাও।
যাঁরা ইস্তফা দিলেন তাঁদের কী হবে?
সূত্রের খবর, তাঁদের ব্যবহার করা হবে সাংগঠনিক কাজে। জেলার ইনচার্জ হিসেবে পাঠানো হবে তাদের। কেউ কেউ আবার দলীয় সংগঠনেও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে খবর।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি আরও নতুন ১৯টি জেলার উদ্বোধন করেন। জেলার হল মোট ২৬টি। নতুন জেলা করার ভাবনা কেন? কাজের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জগনমোহন রেড্ডি।
সনিয়ার আপত্তি উড়িয়ে সিপিএমের সেমিনারে যাবেন কেরলের কংগ্রেস নেতা