শেষ আপডেট: 10th March 2025 09:49
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতে জনসংখ্যা হ্রাসের বিষয়ে সম্প্রতি দিল্লিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা চন্দ্রবাবু নায়ডু। এমনকী এ বিষয়ে উৎসাহ দিতে গত শনিবার নাইডু এও ঘোষণা করেছেন যে এখন থেকে সন্তানসংখ্যা নির্বিশেষে সব প্রসূতিই মাতৃত্বকালীন ছুটি পাবেন। এতদিন দু’টি সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত।
এবার আরও একধাপ এগিয়ে টিডিপি দলের সাংসদ আপ্পালা নাইডুর (Andhra Pradesh MP Offers) ঘোষণা, তৃতীয় সন্তান (Birth Of 3rd Child) হলেই তিনি সংশ্লিষ্ট মায়ের হাতে তুলে দেবেন নগদ ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। পুত্র সন্তান হলে অতিরিক্ত হিসেবে মিলবে একটি গরুও।
রবিবার নারী দিবসের একটি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেছেন আপ্পালা। জানিয়েছেন, সরকারের তহবিল থেকে নয়, নিজের বেতন থেকেই তিনি এই নগদ পুরস্কার দেবেন। সাংসদের এহেন প্রস্তাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও সাংসদের এমন ঘোষণার প্রশংসা করেছেন।
সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধির সপক্ষে নিজের বক্তব্য জানাতে গিয়ে নাইডু বলেছিলেন, "একসময় আমিই বলতাম পরিবার পরিকল্পনা করতে। কিন্তু যেভাবে জনসংখ্যা হ্রান্স পাচ্ছে তাতে দুয়ের বেশি সন্তান দরকার।" এবার জনসংখ্যা বৃদ্ধির জন্য উৎসাহ দিতে তাঁরই দলের কাউন্সিলর নগদ পুরস্কার ও গরুর ঘোষণা করলেন।