শেষ আপডেট: 14th September 2023 15:53
দ্য ওয়াল ব্যুরো: বয়স সবে ৪০-এর কোঠা পেরিয়েছে। স্ত্রী, ৬ বছরের ছেলে এবং ২ বছরের মেয়েকে নিয়ে ভরা সংসার। বছর দুয়েক আগে পদোন্নতিও হয়েছিল। 'পিস পোস্টিং' হিসেবে অন্যত্র শান্তিপূর্ণ একটি জায়গায় বদলির প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। সেদিন বেশি কিছু ভাবেননি। চটজলদি জবাব দিয়েছিলেন, বদলির দরকার নেই তাঁর। অথচ, সেদিন যদি সামান্য ভেবে 'না' এর বদলে 'হ্যাঁ' বলতেন, তাহলে আজ হয়তো কর্নেল মনপ্রীত সিংয়ের (Colonel Manpreet Singh) নামের সঙ্গে চিরতরে 'শহিদ' শব্দটা জুড়ে যেত না।
বুধবার কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে (Anantnag Encounter) মৃত্যু হয়েছে কর্নেল সিং-এর। তাঁর সঙ্গেই মারা গেছেন মেজর আশিস ধনচক, জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন ভাট সহ আরও একজন সেনাকর্মী। এখনও নিখোঁজ ভারতীয় সেনার এক জওয়ান। (J&K terror attack)
ভারতীয় সেনার ১৯ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল ছিলেন মনপ্রীত। এই ব্যাটালিয়ন হিজবুল মুজাহিদিনের পোস্টার বয় বুরহান ওয়ানি সহ একাধিক হাই প্রোফাইল জঙ্গি নিধনের কান্ডারি। কর্নেল নিজেও বহু সম্মুখ সমরের সাক্ষী। ১৯ নম্বর রাষ্ট্রীয় লাইসেন্সের সেকেন্ড ইন কমান্ড থাকার সময় সেনা মেডেল পুরস্কারও পেয়েছিলেন মনপ্রীত। সন্ত্রাসবাদীদের ধরে ধরে শেষ করে দেওয়া তাঁর নেশার মতো ছিল। তাই কর্নেল পদে প্রমোশন পাওয়ার পরেও সেই নেশা থেকে দূরে থাকতে চাননি মনপ্রীত। পিস পোস্টিংয়ের প্রস্তাব পাওয়ার মুহূর্তের মধ্যে বিন্দুমাত্র না ভেবে বলেছিলেন, 'না, স্যার। আমি চাই ১৯ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসেই আমার পোস্টিং থাকুক। ওখানে আমি আমার নিজের লোকেদের সঙ্গে থাকতে পারব।'
লারকিপোরার বাসিন্দারা এখনও বিশ্বাসই করে উঠতে পারছেন না, তাঁদের সবার প্রিয় কর্নেল সাহেব আর নেই। মনপ্রীত শুধু যে তরুণ তরুণীদের খেলাধুলো করতে উৎসাহ দিতেন, তাই নয়। এলাকার বহু মাদকাসক্ত কিশোর-যুবককে রিহ্যাবে পাঠিয়েছিলেন তিনি। সুস্থ,নীরোগ জীবন যাপনের উপর সব সময় জোর দিতেন তিনি।
গত ১০ অগস্ট কোকেরনাগ এলাকায় একটি তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিরা গ্রেনেড ছুড়েছিল মনপ্রীত সিং ও তাঁর বাহিনীর জওয়ানদের উপর। সেবার এক জওয়ান সহ ৩ জন গুরুতরভাবে জখম হয়েছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন কর্নেল। তবে বিধির বিধান এবার আর খণ্ডাতে পারলেন না।
বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াতে পারবেন না এবার, লাটাই তুলে রাখতে হবে