অমিত শাহ ও শান্তনু ঠাকুর
শেষ আপডেট: 29th October 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হয়েছিল নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন তিনি। কিন্তু করেননি। যা নিয়ে বিস্তর কথা-পাল্টা কথা হয়েছে রাজনৈতিক মহলে। শাসক দলও শাহের দেখা না করা নিয়ে আক্রমণ শানিয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, 'একবার সময় বের করে দেখা করতে পারলেন না শাহ?' কেন পারলেন না, সেই কারণই ব্যাখ্যা করলেন বিজপির শান্তনু ঠাকুর।
নির্যাতিতার বাবা-মার সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়ার পরেও কেন দেখা করলেন না শাহ? এর ব্যাখ্যায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, শাহের ইচ্ছে ছিল। কিন্তু হাতে সময় কম থাকায় তিনি দেখা করতে পারেননি। তবে ভবিষ্যতে দেখা হতে পারে বলেও জানান শান্তনু।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে তাঁকে ইমেল পাঠান আরজি করের নির্যাতিতার বাবা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাহের সঙ্গে একবার বৈঠকে বসার আর্জিও জানানো হয় চিঠিতে। বিজেপির তরফেও শাহকে চিঠি পাঠানো হয়েছিল।
শাহকে চিঠি দিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। পরিষ্কার জানিয়েছিলেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। তার আগে গত রবিবার বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপিতে আলোচনা শুরু হয়েছিল নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পারেন শাহ। কিন্তু করেননি।
এ ব্যাপারে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'আমাদের ঘরের মেয়ের ধর্ষণ হয়েছে। হত্যা হয়েছে। তাঁর বাবা-মা অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গে এলেন। রাজনৈতিক কুৎসা করলেন, বিভ্রান্তি ছড়ালেন, অথচ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন না? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।'
প্রসঙ্গত, রবিবার শাহের বক্তৃতায় আরজি করের ঘটনার প্রসঙ্গ উঠেছিল একবারই। বলেছিলেন, 'সন্দেশখালি থেকে আরজি করের মতো ঘটনা বিজেপি ২০২৬-এ ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে।'