শেষ আপডেট: 13th August 2023 12:47
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের নেতাদের বিরুদ্ধে রবিবার গুরুতর অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর বক্তব্য, এই জোটের নেতাদের বিরুদ্ধে প্রায় ১২ লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে (Amit Shah targeted alliance INDIA)।
আসলে বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে ক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। সেই সরকারের বিরুদ্ধে কয়লা খনি লিজ, মোবাইলের স্পেকট্রাম বিক্রি-সহ একাধিক ক্ষেত্রে বিপুল টাকা দুর্নীতির অভিযোগ ছিল। দুর্নীতিকে হাতিয়ার করেই নরেন্দ্র মোদী সেবার দিল্লির মসনদ দখল করেন।
শাহ রবিবার গুজরাতের মানসা শহরের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ-র শরিকেরা ইন্ডিয়া জোটের ছাতার তলায় সমবেত হয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না এই জোটের দলগুলির বিরুদ্ধে ১২ লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোটকে সরাসরি দুর্নীতিগ্রস্থদের জোট বলে একাধিকবার আক্রমণ করেছেন। শাহ এদিন প্রধানমন্ত্রীর সুরেই বিরোধীদের নিশানা করেন।
সংসদে অনাস্থা বিতর্কে প্রধানমন্ত্রী মূলত কংগ্রেসসেই নিশানা করেছিলেন। শতাব্দী প্রাচীন দলের অতীতে তুলে ধরে তিনি ইন্ডিয়া জোটের শরিকদের মনে সংশয় তৈরির চেষ্টা চালান বলে রাজনৈতিক মহলের অভিমত। তৃণমূল কংগ্রেস এবং এনসিপি-র মতো অনেক দল যেমন সরাসরি কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে, তেমনই সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডি, জেডিইউ, আপের মতো দলগুলির উত্থান কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে। ঘটনাচক্রে এই দলগুলিই এখন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। প্রধানমন্ত্রী কংগ্রেসের অতীতের কার্যকলাপ তুলে ধরে ইন্ডিয়া জোটে শরিকি বিবাদ তৈরির চেষ্টা চালিয়েছেন বলে ওয়াকিবহাল মহলের খবর।
অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে তো আছেই, আঞ্চলিক দলগুলিও দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত নয়। বেশিরভাগ দলেরই প্রথমসারির নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্ত চালাচ্ছে। প্রধানমন্ত্রীর সংসদ ভাষণ এবং রবিবার গুজরাতের মানসায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা থেকে স্পষ্ট কংগ্রেস সম্পর্কে শরিকদলগুলির মধ্যে সংশয় জাগানোর পাশাপাশি দুর্নীতি নিয়ে ইন্ডিয়া জোটকে বিদ্ধ করতে চাইছে কেন্দ্রের শাসক দল।
মানসার সভায় শাহ মোদী সরকারের সাফল্যও তুলে ধরেন। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ছিল ১১তম স্থানে। মোদী সরকারের সাড়ে নয় বছরের শাসনকালে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতি হয়ে উঠেছে।
আরও পড়ুন: অধীরের হয়ে প্রতিবাদ মিছিলে হাঁটলেন রাহুল, বাংলার নেতাকে সাসপেন্ড করা হয়েছে 'সামান্য কারণে'