শেষ আপডেট: 27th October 2024 09:09
দ্য ওয়াল ব্যুরো: 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।' সম্প্রতি চিঠি লিখে এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।
শনিবার রাতে কলকাতায় এসেছেন অমিত শাহ। রবিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তার মধ্যে নির্যাতিতার পরিবারের সঙ্গে কি দেখা করবেন শাহ? কৌতূহল সব মহলে। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বিজেপির এ রাজ্যের নেতারাও।
শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতায় আসেন শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে সংবাদমাধ্যমকে তিনি বলেন, "বিচার চাইতে মানুষ আদালতে যাচ্ছে, সিবিআই চাইছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছে। এর থেকেই স্পষ্ট, রাজ্যের আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা, ভরসা নেই।"
তবে শাহর সঙ্গে নির্যাতিতার পরিবারের দেখা হওয়া নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি দিলীপও। তিনি বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দলের তরফে বিষয়টি দেখা হচ্ছে কীভাবে কী করা যায়।"
আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-হত্যার পরে আড়াই মাস কেটে গেলেও বিক্ষোভের রেশ এখনও টাটকা। মর্মান্তিক এই ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে সিবিআইয়ের অন্দরে। একের পর এক শুনানি চলছে শিয়ালদহ আদালত ও সুপ্রিম কোর্টেও। প্রতিবাদের চরম পদক্ষেপ হিসেবে জুনিয়র ডাক্তাররা অনশনও করেছেন। কিন্তু ঘটনার বিচার এখনও পাওয়া যায়নি। এই অবস্থায় দুই পক্ষের সাক্ষাৎ হলে তা ভীষণ তাৎপর্যপূর্ণ হবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য অমিত শাহকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির তরফেও।
সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মার সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোদপুর পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি। তবে সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টাইম সিডিউলের ওপর। কারণ, রবিবারই দিল্লি ফিরে যাবেন তিনি।