শেষ আপডেট: 30th November 2023 13:08
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশেই বৃহস্পতিবার সকাল থেকে সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে অভিযোগ করলেন কলকাতার মহা নাগরিক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
নারদ মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ফিরহাদ। সেখানেই এদিনের সিবিআই হানা নিয়ে এই মন্তব্য করেন তিনি। পুরমন্ত্রীর কথায়, “অমিত শাহ নিশ্চয়ই বলে গিয়েছেন, তারপরই সিবিআই হানা।”
লোকসভা ভোট যত এগিয়ে আসবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই ধরনের অভিযানও ততই বাড়বে বলে অভিযোগ করেছেন ফিরহাদ। পুরমন্ত্রী বলেন, “এসব করে কোনও লাভ হবে না। বিজেপি এইভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ দিয়ে লড়াই হয় না। লড়াই হয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং সংগঠন দিয়ে। যত আমরা আক্রান্ত হব, তত আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নেব। বাংলায় কোথাও পায়ের তলার মাটি পাবে না বিজেপি।”
ফিরহাদের পাশাপাশি এদিন নারদ মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র। ফিরহাদের সুরে মদনও বলেন, "গতকাল অমিত শাহ এলেন। আর আজ সিবিআই অভিযান। মানুষই এর বিচার করবে।"
শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখীও। এজেন্সির তৎপরতা নিয়ে শোভন বলেন, “আগে রেড হলে মানুষ ভাবত, পর্যালোচনা করত, এখন মানুষের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে- মানুষও জানে যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক কারণেই এই অভিযান।”
নারদ মামলায় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তাঁকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডাকছেন না, নাম না করে এদিন ফের সেই প্রশ্ন তোলেন শোভন। তিনি বলেন, "শুধু আজকে নয় ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলছে। রাজনৈতিক দল রাজনৈতিকভাবে মোকাবিলা করুক। কিন্তু এভাবে ৬ বছর ধরে কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছি, আরও একজন রয়েছে, তাঁকে ডাকা হচ্ছে না। এর থেকেই তো উদ্দেশ্য স্পষ্ট।"