স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, "রাস্তাঘাটে পুলিশের নজরদারি আরও বাড়ানো দরকার। না হলে এমন ঘটনা বন্ধ হবে না।"
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 30 June 2025 04:21
দ্য ওয়াল ব্যুরো: কসবা গণধর্ষণ-কাণ্ডের (Kasba incident,) রেশ কাটতে না কাটতেই বারাসতে ফের শ্লীলতাহানির ঘটনা ( Barasat molestation)। রবিবার দুপুর ১টা নাগাদ বারাসতের ১২ নম্বর রেলগেট এলাকায় এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির (safety of girls) অভিযোগ ওঠে।
নির্যাতিতা জানিয়েছেন, বাড়ি ফেরার পথে অভিযুক্ত রাজু শেখ (৩৫) তাঁর পথ আটকায় এবং অশালীন আচরণ করে। নির্যাতিতার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং অভিযুক্তকে ধরে ফেলেন। এরপরই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত রাজু শেখ ওই এলাকাতেই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আগেও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। নির্যাতিতা কলেজ ছাত্রী বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর পরিবার পুলিশের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।
দিনের বেলায় জনবহুল এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কসবার ঘটনার পর রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনকে কোণঠাসা করছে বিরোধীরা। এই ঘটনায় ফের বিতর্ক উস্কে দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির ধারা ছাড়াও অপরাধমূলক হুমকির মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার বারাসত আদালতে তোলা হবে।
এদিকে, রাজ্যের শাসকদল এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে বিরোধীরা সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির এক নেত্রী বলেন, "মেয়েদের নিরাপত্তা নিয়ে রাজ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন। দিনে দুপুরে এ ধরনের ঘটনা ঘটলে রাতে মহিলারা কীভাবে নিশ্চিন্তে চলাফেরা করবেন?"
স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, "রাস্তাঘাটে পুলিশের নজরদারি আরও বাড়ানো দরকার। না হলে এমন ঘটনা বন্ধ হবে না।"