শেষ আপডেট: 24th June 2023 14:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতে টেক মার্কেটকে উন্নত করার কথা বারবারই বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সফরে গিয়েও একই কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। মোদী এখন আমেরিকা ছেড়ে মমির দেশ মিশরে পা রেখেছেন। আর মোদী যেতে যা যেতেই ভারতের জন্য বড় ঘোষণা করল অ্যামাজন, গুগল, মাইক্রোসফ্টের মতো মার্কিন টেক জায়ান্টগুলি।
কী কী ঘোষণা করা হয়েছে?
প্রথমেই আসা যাক অ্যামজনের কথায়। আগামী ৭ বছরে তারা ভারতে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। যা ভারতে টেক জগতে বড়সড় পরিবর্তন ঘটাতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
শুধু অ্যামাজন নয়, গুগলও ভারতে বড় প্রজেক্ট শুরু করার কথা ঘোষণা করেছে। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, ভারতের ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে তারা। এবার গুজরাতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে।
পিছিয়ে থাকছে না মাইক্রোসফ্টও। মোদীর সঙ্গে বৈঠকে প্রযুক্তির শক্তি বিষয়টি উঠে এসে বলে জানান সংস্থার চেয়ারম্যান সত্য নাদেলা। ভারতের প্রযুক্তির উন্নতির জন্য আরও অনেক প্রজেক্ট আনতে চলেছে মাইক্রোসফ্ট। তারমধ্যে অবশ্যই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রসার। এছাড়াও মার্কিন সফরে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গেও আলোচনা হয়েছে মোদীর।