শেষ আপডেট: 6th January 2023 04:01
১৮ হাজার কর্মী ছাঁটাই আমাজনে! বছরের গোড়ায় দুঃসংবাদ, বিশ্বজুড়ে থাবা বসাচ্ছে আর্থিক মন্দা
দ্য ওয়াল ব্যুরো: গতবছর ছাঁটাইয়ের ঢল নেমেছিল একের পর এক আন্তর্জাতিক সংস্থায়। টুইটারে রীতিমতো অর্ধেক করা হয়েছিল কর্মীসংখ্যা, ফেসবুকও হেঁটেছিল বড় ছাঁটাইয়ের পথে। আরও বহু সংস্থা থেকেই চাকরি গেছিল কয়েক হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর। এবার নতুন বছরের গোড়াতেই ফের দুঃসংবাদ। অনলাইন শপিং সংস্থা আমাজন (Amazon) জানিয়েছে, ১৮ হাজার কর্মী ছাঁটাই (18000 Layoff) করতে চলেছে তারা। আর্থিক মন্দা ও অর্থনৈতিক অনিশ্চয়তার জন্যই এই সিদ্ধান্ত।
বুধবার এই কথা ঘোষণা করে আমাজন কর্তৃপক্ষ দাবি করেছে, বিশ্বজুড়ে চরম প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা। বস্তুত, যেভাবে বাড়ছে রিসেশন, তাতে বাজার পড়ছে আশঙ্কাজনক ভাবেই। এই পরিস্থিতিতে সমস্ত সংস্থাই কমবেশি চাপের মুখে।
আমাজন জানিয়েছে, ২০২০-২১ সালে যখন কোভিড ও লকডাউন চলছিল, তখন অনলাইন শপিংয়ের পারদ চড়েছিল হু হু করে। ফলে সে সময়ে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছিল আমাজনে। কিন্তু ২০২২ থেকে কোভিড পরিস্থিতি পরবর্তী সময় স্বাভাবিক হওয়ার পরে, লোকজন আবার ঘর থেকে বেরিয়ে কেনাকাটা শুরু করেছে, ফলে অনলাইন শপিংয়ের এবং জোগানের সেই চাহিদা হ্রাস পেয়েছে। তাই বাধ্যে হয়েই এই অবস্থায় কর্মী ছাঁটাই করতে হচ্ছে তাদের। প্রসঙ্গত, গত বছর নভেম্বরেই ১০ হাজার কর্মী ছেঁটেছে আমাজন।
আমাজনের সিইও অ্যান্ডি জস্সি নিজে বিবৃতি দিয়েছেন এই নিয়ে। তিনি বলেছেন, '২০২২ সালের নভেম্বরেই ১৮ হাজার পদ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা জানি, এর ফলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন কাজ হারানো ওই কর্মীরা। আমরাও সহজে এই সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আমরা নিরুপায়। আমরা নিশ্চিত করছি, অবসরকালীন যাবতীয় সুবিধা দেওয়া হবে কর্মীদের। নতুন চাকরির পেতে যাতে সুবিধা হয়, তাও দেখা হবে সংস্থার তরফে।'
সূত্রের খবর, এই বিপুল ছাঁটাইয়ের ফলে ইউরোপের অধিকাংশ কর্মী কাজ হারাতে চলেছেন আমাজন থেকে। শুধু আমাজন নয়, জানা গেছে, ২০২৩ সালে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে গুগল-ও। ইতিমধ্যেই সেই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।