শেষ আপডেট: 20th May 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: পাঁশকুড়ার নির্বাচনী সভা থেকে সিপিএমের সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই প্রসঙ্গেই রাজ্যের দুই রাজ্যপালের তুলনাও টানলেন। জানালেন, সারাজীবন তিনি কার কাছে কৃতজ্ঞ।
ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নির্বাচনী সভা থেকে ২০০৭ সালের ১৪ মার্চের নন্দীগ্রাম গণহত্যার প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, "নন্দীগ্রামে ঢোকার সব রাস্তা আটকে দিয়েছিল। রাত ২টো পর্যন্ত কোলাঘাটে দাঁড়িয়ে। সিপিএমের হার্মাদরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে আমার গাড়ি ঘিরে ধরে দাঁড়িয়েছিল। ওরা চেয়েছিল আমাকে প্রাণে মেরে ফেলতে। সেই সময় আমাকে বাঁচিয়েছিলেন একজন। তিনি তখনকার রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তিনি আমাকে সরে যেতে বলেছিলেন। ওই মানুষটির কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।"
এই প্রসঙ্গেই বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "‘আজকের রাজ্যপালের কথা বলব না, রাজ্য আছে, পালের গোদা হারিয়ে গিয়েছে।’
মনে করিয়েছেন গড়বেতা-কেশপুরের 'লাল-সন্ত্রাসে'র কথাও। তৃণমূল নেত্রীর কথায়, "কত মানুষকে খুন করেছে তার হিসেব নেই। কেশপুরে আমাদের হয়ে দেওয়াল লিখন করেছিল বলে তাঁর চোখ উপড়ে নিয়েছিল।"
গড়বেতার সন্তানহারা মায়ের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "সিপিএমের হার্মাদরা গড়বেতার এক মায়ের কোল খালি করে দিয়েছিল। তাঁর দুই সন্তানকে খুন করেছিল। তারপরও সিপিএম ওই মাকে হার মানাতে পারেনি। সন্তানহারা মা বলেছিলেন, খুনের বদলা নিতে দুটো অস্ত্র চাই। এক হাতে বন্দুক, অন্য হাতে তৃণমূলের পতাকা।"
তৃণমূল নেত্রীর কথায়, "আজকে অনেকে বড় বড় কথা বলেন, তাঁরা জানেনই না, সিপিএমের সঙ্গে আমাদের কী লড়াই করতে হয়েছে।"