শেষ আপডেট: 3rd October 2022 08:52
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আলতাফ আহমেদ দীর্ঘদিন তিহার জেলে বন্দি। তাঁর ক্যান্সার ধরা পড়েছে। তাঁর পরিবারের অভিযোগ, আলতাফ আহমেদের (Altaf Ahmed Shah) ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। পরিবার চায় বন্দি আলতাফের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হোক এবং তাঁকে স্বাস্থ্যের কারণে জামিন দেওয়ার ব্যবস্থা করুক সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে এই আর্জি জানিয়েছেন শাহের মেয়ে রুওয়া শাহ। বিচ্ছিন্নতাবাদী দল হুরিয়ত কনফারেন্সের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানির জামাতা আলতাফ আহমেদ শাহ (Altaf Ahmed Shah)। তিনি ২০১৮ সাল থেকে তিহার জেলে রয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে। শাহের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু পরিবার মনে করছে তাঁর এখন শুশ্রূষা প্রয়োজন।
মেয়ে রওয়া টুইটে লিখেছেন, ‘আমার কারাবন্দী বাবার তীব্র রেনাল ক্যান্সার ধরা পড়েছে এবং হাড় সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। আমাদের পুরো পরিবারের অনুরোধ যে দয়া করে জেলে গিয়ে তাঁর সঙ্গেদেখার অনুমতি দিন এবং স্বাস্থ্যের কারণে তাঁর জামিনের আবেদন বিবেচনা করা হোক।’
মেয়ে রওয়া গুরুতর অভিযোগ তুলেছেন কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর বাবা জেল থেকে লেখা চিঠিতে জানান, তাঁকে প্রথমে জনকপুরীর দীনদয়াল হাসপাতাল, তারপর রামমোহন লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অথচ, পরিবারকে আদালত মারফৎ যে মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয় তাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কথা উল্লেখ ছিল। কিন্তু নিউমোনিয়া, অত্যন্ত কম হিমোগ্লোবিন এবং কিডনির ত্রুটির কোনও উল্লেখ ছিল না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে রুওয়া তাঁর বাবার অবিলম্বে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বলেছেন, ‘গত দুই দিন ধরে আমরা বাবার কোনও হদিস পাইনি। আমার বাবা সম্পর্কে একেবারেই অজ্ঞাত থাকার কারণে হঠাৎ আতঙ্ক এবং উদ্বেগের অনুভূতি আমাকে এবং আমার পরিবারকে গ্রাস করেছে। আমি আপনাকে হস্তক্ষেপ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, অবিলম্বে তাঁর অবস্থা সম্পর্কে আমাদের জানার অনুমতি দিন এবং খুব দেরি হওয়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করুন।’
‘প্রচন্ড’ বাহিনীতে জায়গা পেল, কী রয়েছে ভারতে তৈরি এই ভয়ঙ্কর যুদ্ধ কপ্টারে?