শেষ আপডেট: 1st February 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল অলোক রাজোরিয়াকে। ডিআইজি ট্রাফিক হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি। ব্যারাকপুরের নতুন সিপি হচ্ছেন অজয় কুমার ঠাকুর। প্রশাসমনের তরফে এটাকে রুটিন বদলি বলা হলেও, ব্যারাকপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
গত কয়েক মাস ধরেই পরের পর বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়। শুক্রবার দুষ্কৃতীদের গুলিতে খুন হল সন্তোষ যাদব (৩২) নামে এক তৃণমূল কর্মী। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তৃণমূল নেতৃত্ব। নৈহাটি পানিট্যাংকির কাছে ঘটনাটি ঘটে। আততায়ীরা গুলি করে ও কুপিয়ে খুন করে তাকে। শুক্রবারই জগদ্দলে রাজকুমার চৌধুরী নামে এক যুবককে খুন করা হয়।
নৈহাটির উপনির্বাচনের দিন ভাটপাড়ার ৪ নম্বর বাসস্ট্যান্ড চত্বরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। ১২ নম্বর ওয়ার্ডের দলের প্রাক্তন সভাপতি অশোকবাবু দোকানে বসে চা খাচ্ছিলেন। সেইসময় দুষ্কৃতীরা সেখানে হামলা চালায়। অশোকবাবুকে লক্ষ্য করে তারা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীদের গুলি তাঁর পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি দোকানের মধ্যে লুটিয়ে পড়েন। তারপর দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমাবাজি করতে করতে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা অশোকবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পরপর এমন ঘটনা চলতে থাকায় ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে প্রশাসন। তবে অলোক রাজোরিয়ার বদলি একেবারেই রুটিন বলেই জানানো হয়েছে। তার জায়গায় এদিন ব্য়ারাকপুরের নতুন সিপির দায়িত্ব নিলেন অজয় কুমার ঠাকুর।