শেষ আপডেট: 9th November 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর ১২ নাগাদ বিষ্ণপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে তল্লাশি শুরু করেছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু চালকল নয়, বিধায়কের কার্যালয়, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিল, লজ ও মদের দোকানেও তল্লাশি শুরু হয়েছিল। ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল। কিন্তু এখনও আয়কর দফতরের এই তল্লাশি অভিযান চলছে।
বুধবার সন্ধে সাতটা নাগাদ বিধায়কের চালকল-সহ বাকি জায়গাগুলি থেকে তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে গেলেও পরিবারের মালিকানাধীন রাইস মিলে এখনও তল্লাশি চলছে। প্রায় একদিন পেরোতে চলল, তাও ভিতর থেকে বেরোননি ওই আধিকারিকরা। উল্লেখ্য, বিষ্ণুপুর শহরের চূড়ামণিপুর এলাকায় ওই রাইসমিলের ভিতরে আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল রয়েছে।
সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা রাইস মিলের হিসাব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছেন। এর পাশাপাশি ওই রাইস মিলের ভারপ্রাপ্ত আধিকারিকদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও ওখানে হিসাব বহির্ভূত কোনও লেনদেন হয়েছে কিনা, তা জানার জন্যেই প্রায় ২৪ ঘণ্টা পরেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। উল্লেখ্য, এখনও কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে রেখেছে।
তন্ময় ঘোষ এলাকায় বুম্বা নামে পরিচিত। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি। পরে ব্রাত্য বসুর হাত থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বুধবার বিষ্ণুপুরে বিধায়কের অফিসে যখন আয়কর হানা চলছে তখন বুম্বা ছিলেন কলকাতায়। আয়কর হানার খবর পেতেই তড়িঘড়ি বিধানসভা থেকে বেরিয়ে যান তন্ময়।
পরে এই নিয়ে তাঁকে খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তন্ময় ঘোষের অফিসে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলছে শুনলাম। এই তো বিধানসভায় ছিলেন, ছুটে বেরিয়ে গেলেন। কোন দলে আছেন নিজেই জানেন না।”