শেষ আপডেট: 22nd October 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে মঙ্গলবার ঘটে যাওয়া ধুন্ধুমার কাণ্ডের জন্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করল লোকসভার সংসদীয় কমিটি।
সংবাদ সংস্থা সূত্রের খবর, একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদকে। তবে এদিন সন্ধে পর্যন্ত এ ব্যাপারে কল্যাণের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। দ্য ওয়ালের তরফে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বেজে গিয়েছে।
ঘটনার সূত্রপাত, ওয়াকফ সংশোধনী বিল গত ৮ অগস্ট লোকসভায় পেশ হলেও তা পাশ করাতে পারেনি সরকার। পরিবর্তে আলোচনার জন্য বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এব্যাপারে ৩১ সদস্যের কমিটিও গড়েছে কেন্দ্র। মঙ্গলবার ওই কমিটির বৈঠকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
জানা যাচ্ছে, বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল তর্কাতর্কি শুরু হয়। তখনই রেগে গিয়ে কল্যাণ আচমকা কাচের জলভর্তি গ্লাস ছোড়েন বলে সংবাদ সংস্থা সূত্রের দাবি। সেই ভাঙা কাচের টুকরোতেই জখম হন তৃণমূল সাংসদ।
ফলে মাঝপথেই বৈঠক থামাতে হয়। দেখা যায় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে বাইরে নিয়ে আসছেন মিম তথা অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সেই সঙ্গে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও। কাচের গ্লাস ভেঙে কল্যাণ হাতে এমন চোট পেয়েছেন যে সেলাই করতে হয়েছে। জানা যাচ্ছে, সংসদীয় রীতি ভাঙার অভিযোগে ১ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদকে।
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল পেশ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তাঁদের বক্তব্য ছিল, এই বিল সংবিধানের পরিপন্থী। এর ফলে একদিকে যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হবে তেমনই তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষেও হিতকর নয়।
বিরোধীদের মতে, , নয়া আইনের ফলে ওয়াকফ বোর্ড গুরুত্ব হারাবে। যাবতীয় ক্ষমতা চলে যাবে জেলাশাসকদের হাতে।