শেষ আপডেট: 26th September 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ না দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। বৃহস্পতিবার ওই মামলাতেই রাজ্যের রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এর আগে ১০০ দিনের প্রকল্পে বেনিয়মের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ক্ষেত মজুর সমিতি। সেই মামলার প্রেক্ষিতে ইতিমধ্যেই যৌথ দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, দু’বছর ধরে জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছেন না। অথচ আইন অনুযায়ী রাজ্য প্রকল্পের আওতাভুক্তদের জব কার্ড হোল্ডারদের কাজ দিতেই হবে।
আদালতে তিনি এও বলেন, "প্রকল্প সংক্রান্ত বিগত বছরগুলির আর্থিক বকেয়া ও দুর্নীতির তদন্ত যেভাবে চলছে চলুক, কিন্তু মানুষকে কাজ দেওয়া হোক।" এই অভিযোগের প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেলের কাছে জবাব তলব করেন প্রধান বিচারপতি।
একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, ‘তদন্ত যেভাবে চলছে চলুক। কিন্তু সাধারণ মানুষকে কাজ পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না।’ জবাবে অ্যাডভোকেট জেনারেল জানান, বিষয়টি তাঁর জানা নেই।
এরপরই আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ১০০ দিনের প্রকল্পে আর্থিক বকেয়া ও একাধিক দুর্নীতির তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে তাদেরও বিষয়টির অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ।