শেষ আপডেট: 30th October 2023 20:38
দ্য ওয়াল ব্যুরো: কর ফাঁকি দেওয়ার অভিযোগে সল্টলেকের এক আশ্রম সহ মোট ২২টি জায়গায় তল্লাশি অভিযানে নামল আয়কর দফতর। সূত্রের খবর, সোমবার সকাল ৬টা থেকে তল্লাশি অভিযানে নামেন আয়কর কর্তারা।
সূত্রের খবর, সল্টলেকের এ ই ব্লকের ৪৬৭ নম্বরে রয়েছে শ্রীশ্রী মোহনানন্দ আশ্রম। এদিন সকালে ওই আশ্রমের সামনে এসে দাঁড়ায় আয়কর দফতরের একাধিক গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ১২ জন আধিকারিক তল্লাশি অভিযান শুরু করেন। দিনভর ওই আশ্রম-সহ মোট ২২টি জায়গায় তল্লাশি চালানো হয়।
আশ্রমের এক আবাসিক জানান, এই আশ্রমের প্রধান কার্যালয় রয়েছে ঝাড়খণ্ডের দেওঘরে। সল্টলেকে রয়েছে শাখা অফিস। এদিন সকালে আয়কর দফতরের লোকেরা আশ্রমে চলে আসেন। আয়কর সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। সূত্রের খবর, রাত আটটা পর্যন্ত চলছে অভিযান।
আয়কর দফতর সূত্রের খবর, বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে ওই আশ্রমের বিরুদ্ধে। এছাড়াও আরও কয়েকটি সংস্থার বিরুদ্ধে রয়েছে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ। সেকারণেই এই অভিযান বলে জানা গেছে।
এই মুহূর্তে রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই। তার পাশাপাশি কর ফাঁকি দেওয়ার অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে আয়কর বিভাগ। চলতি মাসের শুরুতেই কলকাতা, নদিয়া, শিলিগুড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন আয়কর দফতরের কর্মীরা। এবার খোদ একটি আশ্রমে আয়কর দফতরের অভিযান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় জনমানসে।