শেষ আপডেট: 30th January 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি হাতে আইন তুলে না দেওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরও গণপিটুনিতে যুবকের মৃত্যুুর অভিযোগ উঠল।
ইতিমধ্যে মৃত যুবকের দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যা থেকে গণপিটুনির অভিযোগ আরও জোরাল হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম দেব দাস (২২) ওরফে আটা। শিয়ালদহ দক্ষিণ শাখার নুঙ্গি স্টেশনের কাছে বাড়ি। জানা যাচ্ছে, এর আগেও ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন চুরির মামলা রয়েছে। চোর সন্দেহেই তাকে পিটিয়ে মারা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের একাংশের মত।
বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার একটি নির্মীয়মান বহুতলের নীচে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।