Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা

‘অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত’, এফআইআর নিয়ে মুখ খুললেন কার্তিক মহারাজ

ঘটনাটি সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী—দুই পক্ষের নেতারাই প্রকাশ্যে মন্তব্য করছেন।

‘অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত’, এফআইআর নিয়ে মুখ খুললেন কার্তিক মহারাজ

কার্তিক মহারাজ

শেষ আপডেট: 29 June 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং পরে জোর করে গর্ভপাত করানোর গুরুতর অভিযোগ। এবং এই অভিযোগ উঠেছে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অন্যতম মুখ কার্তিক মহারাজ-এর বিরুদ্ধে।

এক মহিলা সম্প্রতি মুর্শিদাবাদের নবগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগ, এই ঘটনা ঘটে ২০১৩ সালে। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং নিরাপত্তার স্বার্থে অভিযোগকারিণীকে পুলিশি প্রোটেকশন দেওয়া হয়েছে।

ঘটনাটি সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী—দুই পক্ষের নেতারাই প্রকাশ্যে মন্তব্য করছেন।

এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কার্তিক মহারাজ নিজে। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যেরই জয় হবে। আইন আইনের পথেই চলবে।’

অন্যদিকে, অভিযোগকারিণী জানিয়েছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তাঁর কথায়, ‘যে কোনও সময় আমার ওপর আক্রমণ হতে পারে। সে কারণেই পুলিশ আমাকে প্রোটেকশন দিচ্ছে।’

বিষয়টিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ‘পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। কিন্তু একটা প্রশ্ন উঠছে—এতদিন যখন উনি (কার্তিক মহারাজ) চুপ ছিলেন, তখন কোনও অভিযোগ ওঠেনি। এখন যখন তিনি মুখ খুলছেন, তখনই কেন অভিযোগ? এটা কি হিন্দুদের পক্ষে কথা বলার জন্য ফাঁসানো কৌশল?’

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে ও কার্তিক মহারাজকে। তিনি বলেন, ‘কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, তা শোনার পরেও সুকান্ত মজুমদার কীভাবে ওঁর পক্ষে কথা বলেন? মহারাজ সাহস পেয়েছে বিজেপির মদতেই। এই লোকেরা ধর্মকে কলুষিত করছে।’

এছাড়াও কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘এত গুরুতর অভিযোগের পরও কেন এখনও কার্তিক মহারাজকে গ্রেফতার করা হয়নি?’


ভিডিও স্টোরি