শেষ আপডেট: 26th October 2024 12:19
সুমন বটব্যাল
থ্রেট কালচারের অভিযোগে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে পাল্টা সংগঠন গড়ল জুনিয়র চিকিৎসকদের একাংশ।
শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন।
আরজি করের জুনিয়র চিকিৎসক শ্রীশের অভিযোগ, "নির্যাতিতা দিদির বিচারের নাম করে কিছু লোকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য রোগী পরিষেবা ব্যাহত করে স্বাস্থ্যকেন্দ্রে অরাজকতা তৈরি করতে চাইছে। যার প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের কয়েকজনকে থ্রেট কালচারের শিকার হতে হল। কিছু ছাত্রছাত্রীকে একাডেমিক ও পেশাগত দায়িত্ব থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে।"
এরই প্রতিবাদে সংগঠনের বিস্তারিত বক্তব্য এবং আন্দোলনের রূপরেখা জানাতে এদিন দুপুর ৩টেয় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। কাকতালীয়ভাবে এদিনই দুপুর ৩টেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আরজি করে গণকনভেনশনের আয়োজন করা হয়েছে।
স্বভাবতই জুনিয়র চিকিৎসকদের পাল্টা সংগঠন ঘিরে শোরগোল তৈরি হয়েছে। এ ব্যাপারে অনিকেত মাহাতোদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। মোবাইল বেজে গিয়েছে। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। তবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভিযোগ, ঘটনার নেপথ্যে শাসকদলের ইন্ধন থাকতে পারে।
প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরকে না জানিয়ে একতরফা ভাবে ৫৩ জন ডাক্তারি ছাত্রকে সাসপেন্ড করা নিয়ে সম্প্রতি আরজি করের অধ্যক্ষর উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সেই বৈঠকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, 'ম্যাডাম, ওরা নটোরিয়াস ক্রিমিনাল'।
এরপর গত শুক্রবার অনিকেতদের বিরুদ্ধেই আর এক 'ক্রিমিনাল' কে আড়াল করার গুরুতর অভিযোগ সামনে আসে।
সোশ্যাল পোস্টে তৃণমূল নেতা কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীরা লেখেন, ২০২১ সালের ২৬ জানুয়ারি রামপুরহাট মেডিক্যাল কলেজের হস্টেলের ঘর থেকে ডাক্তারি ছাত্রী মধুমিতা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।
মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তার মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট… pic.twitter.com/OZJEXIDQ9E
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 25, 2024
কুণাল, অরূপদের অভিযোগ, "কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের(!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।"
এবার অনিকেতদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগে পাল্টা সংগঠন গড়ল জুনিয়র চিকিৎসকদের একাংশ।