শেষ আপডেট: 5th December 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: এবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল স্কটিশ চার্চ কলেজে।
কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে এদিন কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।
ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অধ্যাপক মহলেও। তাঁদের কথায়, অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত অভিযুক্তর বিরুদ্ধে।
কলেজ সূত্রের খবর, অভিযুক্ত শারীরশিক্ষার অধ্যাপক। অভিযোগ, শারীরশিক্ষা বিভাগের ওই অধ্যাপক মূলত দরিদ্র পরিবারের ছাত্রীদেরই টার্গেট করতেন। তাঁদের বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। এই অছিলায় তাঁদের অশ্লীল মেসেজ পাঠাতেন বলে অভিযোগ।
সম্প্রতি কলেজের এক ছাত্রী অভিযুক্ত অধ্যাপকের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই জানা যায়, এরকম মেসেজ একাধিক ছাত্রীকে পাঠিয়েছেন তিনি। তবে লোক লজ্জার ভয়ে এবং যেহেতু কলেজের অধ্যাপক, তাই নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন বাকিরা চুপ ছিলেন বলে দাবি করেন।
ঘটনার প্রতিবাদে এদিন পড়ুয়ারা একজোট হয়ে অভিযুক্তর শাস্তির দাবিতে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।