শেষ আপডেট: 16th October 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো: মালদহের বৈষ্ণবনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জনমানসে গুজব ছড়ানো হচ্ছে বলে নিজেদের ফেসবুক পেজে সতর্ক করল মালদহ জেলা পুলিশ।
ফেসবুক পোস্টে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ করা হয়েছে। তা সত্ত্বেও কেউ কেউ সোশ্যাল মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছে।
জেলা পুলিশের তরফে ফেসবুক পোস্টে এ ব্যাপারে স্পষ্ট করে লেখা হয়েছে, "কিছু ব্যক্তি এই ঘটনায় গুজব ও ভুয়া খবর ছড়িয়ে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এসব ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং গুজব রটানোর চেষ্টা রোধ করা হচ্ছে।"
ঘটনার সূত্রপাত, রবিবার গ্রামে প্রতিমা নিরঞ্জন ছিল। তা দেখতে ঘাটে গিয়েছিল কিশোরী। রাত ১০ নাগাদ সেখান থেকে ফিরছিল সে। অভিযোগ, সেই সময়ে ৬-৭ জন যুবক মদ্যপ অবস্থায় কিশোরীর রাস্তা আটকায়। তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ, তারপরে গ্রাম পঞ্চায়েত অফিসের পিছনে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মেয়েটির শারীরিক পরীক্ষাও করা হয়েছে। যথাযথভাবে তদন্ত করা হচ্ছে। তা সত্ত্বেও গুজব রটানো হচ্ছে।
যদিও নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনায় এলাকার দুই তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। যে কারণে মামলা প্রত্যাহারের হুমকি দিতে হাসপাতালে হাজির হয়েছিল এক মহিলা সিভিক ভলান্টিয়ার। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে। যদিও এই ধরনের হুমকি অভিযোগ ঠিক নয় বলে দাবি জেলা পুলিশের।