শেষ আপডেট: 6th October 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর।
স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর জোর করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পাল্টা হিসেবে অভিযুক্তকে ধরে গনপিটুনি গ্রামবাসীদের। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীদের একাংশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভূপতিনগরের ওই বধূর স্বামী বাইরে কাজ করেন। শুক্রবার রাতে বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী এরপর জোর করে নির্যাতিতার মুখে অ্যাসিড ঢেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
বস্তুত, একদিন আগেই শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক নাবালিকাকে টিউশন থেকে ফেরার পথে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নেয় এলাকা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এবার সামনে এল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা। তাৎপর্যপূর্ণভাবে, বিক্ষোভের প্রথম সারিতে রয়েছেন আশেপাশের গ্রামের মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
সূত্রের খবর, অভিযুক্তর বিরুদ্ধে আগেও একাধিক মহিলার ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।