শেষ আপডেট: 10th January 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: ফের ভিড়ে ঠাসা মেট্রোয় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল কলকাতায়। অভিযোগ, বৃহস্পতিবার অফিস টাইমে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শোভাবাজার সুতানটি ও শ্যামবাজারের মাঝে ঘটনাটি ঘটে।
মহিলার অভিযোগের ভিত্তিতে সহযাত্রীদের একাংশ অভিযুক্তকে মারধরও করেন। পরে তাকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়।
তবে এ ব্যাপারে এদিন দুপুর পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। স্বভাবতই, কোথাও কোনও ঘটনা ঘটলেই জনতার একাংশের মধ্যে যেভাবে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
ঠিক কী ঘটেছিল এদিন? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোটি ভিড়ে ঠাসা ছিল। শোভাবাজার সুতানটি স্টেশন ছাড়ার পরই এক মহিলা চিৎকার করে ওঠেন। তাঁকে বলতে শোনা যায়, "কী করছেন আপনি? ভিড়ের সুযোগ নিচ্ছেন?" অভিযোগ, ওই যুবক আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন।
এরপরই জনতার একাংশ অভিযুক্ত যুবককে মারধর করে। শ্যামবাজারে নামিয়েও দেওয়া হয়। তবে এ ব্যাপারে এদিন দুপুর ২টো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।