শেষ আপডেট: 8th October 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: ফের মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ। এবার ঘটনাস্থল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনার প্রতিবাদে সোমবার রাত থেকে কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসক-নার্সরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু'জন অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। দ্বিতীয়বারের কর্মবিরতি অল্প দিনের মধ্যে তুলে নিয়ে তাঁরা এখন অনশন শুরু করেছেন ধর্মতলায়। তাঁদের সমর্থনে একাধিক সিনিয়র ডাক্তারও অনশন মঞ্চে সামিল হয়ে প্রতীকী প্রতিবাদ করছেন।
মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের ডাকে ৯টা থেকে রাত ৯টা অর্থাৎ ১২ ঘণ্টার প্রতীকী অনশন শুরু হয়েছে রাজ্যজুড়ে। এই অনশনে সামিল হয়েছেন সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি বিকেল ৪টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত 'মহামিছিল'-এর ডাক দেওয়া হয়েছে। সেখানে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তো থাকবেনই, সাধারণ নাগরিকদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তারই মধ্যে রায়গঞ্জের ঘটনা সামনে আসায় নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে আন্দোলনকারীদের মধ্যে।
ঠিক কী ঘটেছে রায়গঞ্জ মেডিকেলে? হাসপাতাল সূত্রের খবর, সোমবার রাতে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। এরপরই রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হন এক মহিলা চিকিৎসক ও নার্স। গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পুলশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সাগরদত্ত মেডিকেলে মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই। এবার একই অভিযোগ রায়গঞ্জে।