শেষ আপডেট: 22nd September 2024 09:25
দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তার আশ্বাসই সার! ফের কর্তব্যরত নার্সকে হাসপাতালের মধ্যেই হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিজনের বিরুদ্ধে। অভিযোগ, প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। এও বলা হয়, 'আরজি কর করে দেব'।
ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র উত্তেজনৈ তৈরি হয় মালদহের চাঁচল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
ওই নার্সের অভিযোগ, শনিবার রাতে তিনি ডিউটিতে থাকাকালীন এক রোগীর পরিজন খারাপ ব্য়বহার করতে থাকেন। প্রতিবাদ জানাতে গেলে হুমকি দেওয়া হয়।
পুলিশকে জানানো অভিযোগে সংশ্লিষ্ট নার্স জানিয়েছেন, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। কোনও কারণ ছাড়াই রোগীর বাড়ির লোক তাঁর ওপর চড়াও হয়। আরজি কর করে দেওয়ার হুমকি দেয়। প্রভাব খাটিয়ে চাকরিও খেয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
বিষয়টি ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে হাসপাতালে এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিবার আদালতে হাজির করাবে পুলিশ।
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে মানুষ। টানা ৪২ দিন কর্মবিরতি পালনের পর উপযুক্ত নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর শনিবার থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারই মাঝে এঘটনা সামনে আসায় ফের প্রশ্নের মুখে সুরক্ষা-নিরাপত্তা।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া মাত্র পুলিশে জা্নানো হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে।