শেষ আপডেট: 24th January 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: আবারও সরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটল। পাশাপাশি রোগীর আত্মীয়দের বিরুদ্ধেও হাসপাতাল কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাতে আহত হন পুলিশ কর্মীরাও।
বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা বর্ধমানের সুপার স্পেশালিটি উইং হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, এক যুবক পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন রোগীর সঙ্গে থাকা কয়েকজন চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মীরা বারবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ দেয়নি। এরপরই হাসপাতালের চিকিৎসকদের উপর লোকজন চড়াও হন। চিকিৎসকদের বাঁচাতে গেলে হাসপাতাল কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
ঝামেলার মাঝে পড়ে এক কনস্টেবল ও চার জন পুলিশ কর্মী আহত হন। ওই পুলিশ কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। খবর পেয়ে শক্তিগড় থানার বিশাল পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট হাসপাতাল সুপার শকুন্তলা সরকার জানান, রোগীর চিকিৎসা চলছিল। হঠাৎই রোগীর পরিবারের কয়েকজন খাপ্পা হয়ে ওঠেন। হাসপাতালের কর্মীরা বারবার বোঝানোর চেষ্টা করলেও ঝামেলা থামাতে পারেননি। তারপরই ভাঙচুর শুরু করেন তাঁরা। মারধর করেন পুলিশ কর্মীদের।