শেষ আপডেট: 11th February 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজি। ঘটনার জেরে উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা থানা এলাকার জামালপুর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।
বিজেপির অভিযোগ, বালির বখরা নিয়ে শাসকদলের দু'পক্ষের দ্বন্দ্বেই এই বোমাবাজির ঘটনা। যদিও হামলার সঙ্গে দলের কেউ জড়িত নয় বলে দাবি শাসকদলের স্থানীয় নেতাদের।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঁকরাতলা থানা এলাকার জামালপুর গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে অজয় নদ। অভিযোগ, গ্রামের ভিতর গড়ে ওঠা বেআইনি বালি খাদান থেকে প্রতিদিন শয়ে শয়ে লরিতে করে বালি পাচার করা হয়। এই বালি পাচারের জন্য স্থানীয় নেতাদের টাকা দিতে হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের দাবি, এই বালির বখরা নিয়েই শাসকদলের দু'পক্ষের মধ্য বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। সোমবার রাতে তা ভয়াবহ আকার নেয়। মাঝ রাত থেকে শুরু হয় বোমাবাজি। এদিন সকালেও চলে বোমাবাজির ঘটনা। গোটা ঘটনায় গ্রামে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ইতিমধ্যে বোমাবাজির কয়েকটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মুহুর্মুহু বোমা পড়ছে। আতঙ্কে গ্রামছাড়া মহিলা ও শিশুরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।
গোটা ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দুবরাজপুরের স্থানীয় বিধায়ক। তাঁর অভিযোগ, টাকার বখরা নিয়ে শাসকদলের দু'পক্ষের গোলমাল থেকেই এই বোমাবাজির ঘটনা। অন্যদিকে অভিযোগ উড়িয়ে শাসকদলের স্থানীয় নেতাদের বক্তব্য, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।