ফাইল ছবি।
শেষ আপডেট: 1 November 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হল ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়েছে পুলিশও।
শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। পুলিশ সূত্রের দাবি, উত্তেজিত জনতার মারের চোটে মৃ্ত্যু হয়েছে অভিযুক্তর। আক্রান্ত হয়েছেন স্থানীয় জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদারও।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলছে।
স্থানীয় সূত্রের দাবি, নির্যাতিতা শিশুর মা-বাবা দুজনেই ক্ষেতে কাজ করছিলেন। মেয়েটি অদূরে দাঁড়িয়েছিল। সে সময় জিলিপি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় এক যুবক তাকে নিয়ে যায় বলে অভিযোগ। এর কিছু পরেই পুকুর পাড় থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে।
এরপরই অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় একাংশ উন্মত্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে পুলিশও। আক্রান্ত হন থানার ওসি-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার দেহের শারীরিক পরীক্ষা করা হবে। তারপরই ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এদিকে গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাত পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই।