একুশের মঞ্চে অখিলেশ যাদব।
শেষ আপডেট: 21st July 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই একুশের মঞ্চে এসে পৌঁছলেন অখিলেশ যাদব। তিনি বক্ততা করতে মঞ্চে ওঠার সময়ে 'স্বাগতম অখিলেশ' ধ্বনি ওঠে।
রবিবার বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অখিলেশ। সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সমাজবাদী পার্টির নেতা অখিলেশ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সোজা চলে যান ধর্মতলায়। সভামঞ্চে যাওয়ার আগে মমতার বাড়িতে অখিলেশের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা, জানা যায়নি।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এদিন মমতাকে এবং উপস্থিত বিরাট জনপ্লাবনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। বলেন, 'আমি সবার প্রথমে আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এক নেতা ও কর্মীদের মধ্যে যে সম্পর্ক আমি দেখলাম মমতা দিদিকে দেখে, সেটাই একটা দলকে এগিয়ে নিয়ে যায়।'
এর পরে দিনি বলেন, 'আজকের দিন শহিদ কর্মীদের জীবনকে মনে করার দিন। সব রাজনৈতিক দলের এমন সৌভাগ্য হয় না যে যে দলের কর্মীরা দলের জন্য জীবন পর্যন্ত দিতে পারেন। কর্মীরা কখনও ছোট হন না, তাঁরাই দলের সবচেয়ে বড় নেতা। যে দলের এমন অবস্থা থাকে, সেই দলের বর্তমান যেমন মজবুত, ভবিষ্যৎও তেমনি মজবুত হয়।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে অখিলেশ বলেন, 'যখন দিদিকে আমি দেখেছিলাম, যে পায়ে প্লাস্টার থাকা সত্ত্বেও মানুষের জন্য কীভাবে উনি লড়াই করে যাচ্ছেন। এমন নেতা কম হন, যিনি জীবন হাতে নিয়ে কর্মীদের জন্য কাজ করে যান।'
কেন্দ্রের সমালোচনা করে অখিলেশ বলেন, 'সাম্প্রদায়িক শক্তি আজ ষড়যন্ত্র করে চলেছে। যারা দিল্লির মসনদে বসে আছেন, তারা বিভাজনের রাজনীতি করে সবাইকে বিভক্ত করে নিজেদের রাজত্ব চালিয়ে যেতে চান। বাংলায় আপনারা এক হয়ে লড়াই করে বিজেপিকে হারিয়েছেন, উত্তর প্রদেশেও আমরা বিজেপিকে হারিয়েছি। দিল্লিতে যে সরকার চলছে সেই সরকার কিছুদিনের সরকার। এই সরকার চলতে পারবে না, এই সরকার পড়ে যাবে। যারা শুধু মানুষে মানুষে বিভেদ করে, তাদের মধ্যে কোনো নেতা থাকতে পারে না। যখন দেশের জনতা জেগে উঠবে, তখন এই সব শক্তিকে হারতেই হয়।'
সব শেষে অখিলেশ বলেন, 'আমরা নেগেটিভ রাজনীতি করি না, আমরা পজিটিভ রাজনীতি করি। আমরা সকলে মিলে দেশকে বাঁচাতে, সংবিধান বাঁচাতে, একসঙ্গে লড়াই করব। আগামী দিনে যে লড়াই আসছে, আমি কথা দিচ্ছি সেই লড়াইতে আমি সারা জীবন আপনাদের সঙ্গে থাকব।'