শেষ আপডেট: 7th November 2023 16:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরিকে নোটিস পাঠাল ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগ। আগামী ১৩ নভেম্বর তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ইমেল মারফৎ আয়কর দফতরের নোটিস পান মন্ত্রী ও তাঁর পুত্র।
আয়কর নোটিস প্রসঙ্গে মন্ত্রী কোনও মন্তব্য করতে চাননি। তবে মন্ত্রী পুত্র তথা কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, “সম্প্রতি বিজেপির কিছু নেতা আমাকে ও আমার বাবাকে নিয়ে কিছু উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। হতে পারে তাতেই প্রভাবিত হয়ে এই নোটিস। যাই হোক আমরা স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত চাই।”
সম্প্রতি রাজ্যপালকে কুকথা বলার অভিযোগ ওঠে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। সোমবার এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে অবিলম্বে অখিলকে পদ থেকে অপসারণের দাবিও জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই ইনকাম ট্যাক্সের এমন নোটিসের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না অখিল পুত্র।
সোমবার সোশ্যাল সাইটে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করেছিলেন শুভেন্দু। দ্য ওয়াল অবশ্য ভিডিও-র সত্যতা যাচাই করেনি। শুভেন্দুর পোস্ট করা ভিডিওয় অখিল গিরিকে রাজ্যপালের উদ্দেশে নাম না করে বলতে শোনা যাচ্ছে, ‘এত হম্বিতম্বি কীসের? আমরা পারি না কি? কলার ধরে ১০ মিনিটে তোমাকে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা, আমাদের কাছে যে কাগজ আছে। নবান্নতে যা কাগজ আছে। আমরা দেখছি।‘
রাজ্যপালের উদ্দেশে অখিলকে আরও বলতে শোনা যায়, ‘সিভি আনন্দ বোসের ব্যাপারটা আমরা জানি না কি? কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছ আমরা জানি না কি? হোয়াটসঅ্যাপে কী আছে তোমার? তুমি কেন মুখ্যমন্ত্রীকে ডেকেছ ১০ তারিখে আমরা জানি না? তোমার তদন্ত আমরা ধরব। ছাড় পাবে না আমাদের কাছে। আমাদেরও আইবি (গোয়েন্দা) আছে। আমাদেরও ফাইল রেডি।’
এর আগে রাষ্ট্রপতি সম্পর্কে কুকথা বলার অভিযোগ উঠেছিল অখিল গিরির বিরুদ্ধে। সেই সময় দলেরও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু ওই প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, “রাষ্ট্রপতি ও রাজ্যপালকে আক্রমণ করেন এমন কারও মন্ত্রীর পদে থাকার অধিকার নেই। তাঁকে ওই পদ থেকে অপসারণ করা উচিত। রাজ্য যাতে ওই মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করে, সেই সম্পর্কে আপনার কড়া সুপারিশ করা উচিত।”
এই বিষয়ে রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানা যায়নি। প্রতিক্রিয়া মেলেনি অখিল গিরিরও। তবে স্যোশাল সাইটে মন্ত্রীর ভাইরাল হওয়া ভিডিও-র সমালোচনা করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “রাজ্যপাল সম্পর্কে এই ধরনের মন্তব্য বাঞ্ছনীয় নয়। উনি এমন কথা না বললেই ভাল করতেন।”