শেষ আপডেট: 22nd October 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে পুণেগামী বিমানে বোমাতঙ্কে তুমুল আতঙ্ক সৃষ্টি হয়। আকাশা এয়ারের এই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
মঙ্গলবার বিকেলে কলকাতা এয়ারপোর্ট থেকে বিমানটি ওড়ার পরেই তাতে বোমা রাখা আছে বলে ফোন আসে। তড়িঘড়ি পুণেগামী বিমানটিকে ফের কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। বোমা রয়েছে খবর ছড়াতেই তুমুল শোরগোল পড়ে বিমানবন্দরে। রানওয়েতে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়। বিমানটি অবতরণের পরেই সমস্ত যাত্রীকে নামিয়ে শুরু হয় তল্লাশি।
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে ৩২টি বিমানে বোমা রাখার ভুয়ো খবরে সাড়া পড়েছিল। শনিবারই দেশের একাধিক বিমান সংস্থার মোট ৩২টি বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। বিমানগুলি এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাসা এয়ার, ভিস্তারা, স্পাইসজেট-সহ একাধিক সংস্থার।
বিমানগুলি অবতরণের পরেই সেগুলিতে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও বিমানেই কোনও বোমা বা বিস্ফোরক মেলেনি। এরপর শনিবারই বিমান সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠক করে কেন্দ্র। পরবর্তীতে হুমকি কাণ্ডে ছত্তিশগড় থেকে ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, এই কিশোর ১৯টি বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছিল। পুলিশের জেরায় সে জানায়, বিজনেস পার্টনারের সঙ্গে ঝামেলার জেরেই এমন কাণ্ড ঘটায় সে।