শেষ আপডেট: 12th December 2024 20:34
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের রাজনীতিতে ফের বদলের ডাক দিলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড।
সামনেই পাহাড়ের তিন পুরসভায় ভোট। তার আগে তৃণমূল-বিজেপির বিদ্রোহীদের নিয়ে তিনি নতুন মঞ্চ গড়ে ভোটে লড়বেন বলে জানিয়েছেন। শুধু জোড়া ফুল বা পদ্ম নয়, তাঁর নতুন মঞ্চে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং বিমল গুরুঙের দল গোর্খা জনমুক্তি মোর্চার একাংশ সদস্য যোগ দেবেন বলেও দাবি করেছেন অজয়।
হামারো পার্টির সভাপতির দাবি, তৃণমূল, বিদেপি বা মোর্চায় থাকা নেতাদের অনেকেই মানুষের হয়ে ঠিকভাবে কাজ করতে পারছেন না। তাঁদের দাবি মেনেই নতুন মঞ্চ গড়া হচ্ছে। আগামীদিনে এই নতুন মঞ্চই পাহাড়ের নেতৃত্ব দেবেন বলেও দাবি করেছেন তিনি।
অজয় এডওয়ার্ডের নতুন মঞ্চের নাম কী হবে? অজয় বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে তিনটি নাম পাঠানো হয়েছে। কমিশন শেষ পর্যন্ত যে নামটিকে অনুমোদন করবে, সেটাই গ্রহণ করা হবে।
অজয়ের কথায়, "নামটা বড় কথা নয়, কাজটাই আসল। তৃণমূল কিংবা বিজেপি, এরা নিজেদের স্বার্থে পাহাড়কে কাজে লাগিয়েছে। এলাকার কোনও উন্নয়ন করেনি। ফলে মানুষের মধ্যে থেকেই নতুন মঞ্চ তৈরির দাবি উঠেছিল। তা মেনেই এই উদ্যোগ।"
এর আগে দার্জিলিং পুরসভার দখল নিয়েছিল অজয় এডওয়ার্ডের হামারো পার্টি। এবারেও পাহাড়ের মানুষ তাঁদের নতুন মঞ্চকে সাদরে গ্রহণ করবেন বলে দাবি করেছেন তিনি।
যদিও বিজেপি বা তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অজয়ের দাবিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, ‘‘এ বিষয়ে মন্তব্য করার বিশেষ প্রয়োজন আছে বলে মনে করছি না।" বিজেপির দার্জিলিং জেলা সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, ‘‘এসব সুযোগসন্ধানী মঞ্চতে পাহাড়ের মানুষ গুরুত্ব দেবে না। তাঁরা জানেন, পাহাড়ের সামগ্রিক বদল আনতে পারে একমাত্র বিজেপিই।"