Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

বিশ্ব ব্যাঙ্কের মাথায় বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত! জানেন তিনি কে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ব্যাঙ্কের (World Bank) দায়িত্ব কি এবার নিতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সেই জল্পনাই শুরু হয়ে গেল। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্ব ব্যাঙ্কের সিইও (CEO) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাসিন

বিশ্ব ব্যাঙ্কের মাথায় বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত! জানেন তিনি কে

শেষ আপডেট: 23 February 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ব্যাঙ্কের (World Bank) দায়িত্ব কি এবার নিতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সেই জল্পনাই শুরু হয়ে গেল। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্ব ব্যাঙ্কের সিইও (CEO) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাসিন্দা অজয় বাঙ্গার (Ajay Bangar) নাম মনোনীত করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)।

উল্লেখ্য, বিশ্ব ব্যাঙ্কের সিইও পদ থেকে আচমকাই সরে আসেন ডেভিড মালপাস। মেয়াদ শেষের এক বছর আগেই আচমকাই ইস্তফা দেন তিনি। তারপর থেকেই এই পদে ভবিষ্যতে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়।

বিশ্ব ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই এই পদের জন্য মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। জানা গেছে, মহিলা প্রতিনিধিদের এই পদের জন্য আবেদন করার ওপর জোর দেওয়া হচ্ছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই মার্কিন প্রেসিডেন্ট নিজের পছন্দের প্রার্থীর কথা জানিয়ে দিলেন।

কে তিনি?

অজয় বাঙ্গার নাম বিশ্ব ব্যাঙ্কের সিইও পদের জন্য মনোনীত করেছেন বাইডেন। ৬৩ বছর বয়সি অজয় বর্তমানে ইক্যুটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্ট। এর আগে তিনি ছিলেন মাস্টার কার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল বাঙ্গাকে।

বাঙ্গার জন্ম পুণেতে। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। তারপর আমদাবাদের আইআইএম থেকে এমবি-এ শেষ করে কর্মজীবন শুরু করেন। 'নেসলে ইন্ডিয়া'তে প্রথম কাজ পান তিনি। তারপর তিনি সিটি ব্যাঙ্কেও কাজ করেন।

তারপর পেপসিকো কোম্পানির কাজ নিয়ে ১৯৯৬ সালে মার্কিন মুলুক পাড়ি দেন অজয়। সেই থেকে সেখানেই রয়েছেন তিনি। ২০০৯ সালে মাস্টার কার্ডের যোগ দেন অজয়। এই সংস্থার সিইও হন তিনি।

অজয়ের প্রসঙ্গে বাইডেন বলেছেন, 'জলবায়ু পরিবর্তন সহ বর্তমান সময়ের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একত্রিত করার ক্ষমতা রয়েছে।'

কানাডার নাগরিকত্ব ফেরাচ্ছেন অক্ষয় কুমার!


ভিডিও স্টোরি