শেষ আপডেট: 21st April 2022 13:38
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে ধীরে ধীরে মানুষ ৪জি থেকে ৫জির দিকে এগোচ্ছে। দেশ বিদেশের টেলিকম পরিষেবা দেওয়া কোম্পানি গুলোও তাদের নেটওয়ার্ক আপগ্রেড করা শুরু করে দিয়েছে। ভারতের বাজারে এয়ারটেল এক অন্যতম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা। তারা ভারতে এই ৫জি (Airtel 5G) পরিষেবা প্রসার করার কাজ শুরু করে দিয়েছে ইতিম্যেই। ভারতী এয়ারটেল এবার বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের (BGBS 2022) মঞ্চকে বেছে নিল তাদের এই পরিষেবার প্রদর্শনী মঞ্চ হিসেবে।
শিল্প সম্মেলনের মঞ্চে এয়ারটেল তার সুপারফাস্ট এবং লো লেটেন্সি ৫জি নেটওয়ার্কের প্রদর্শন করেছে। এয়ারটেল এই সম্মেলনে ৩.৪-৩.৫ গিগাহাজ ব্যান্ড ট্রায়াল স্পেকট্রাম ব্যবহার করে এই প্রদর্শনটি করে।
উপস্থিত দর্শকরা ৫জি পরিষেবার স্বাদ আস্বাদন করতে পেরেছেন এই সম্মেলনে। ১.৪ জিবিপিএস পর্যন্ত নেটওয়ার্ক স্পিডের অভিজ্ঞতা পেয়েছেন তাঁরা। এই ৫জি নেটওয়ার্ক কোন কোন ক্ষেত্রে কার্যকরী তার একটি ব্যবহারিক প্রদর্শনও দেখানো হয় এই মঞ্চে। যেমন ৫জি স্মার্টফোনে ৮কে ভিডিও স্ট্রিমিং, ভিজ্যুয়াল রিয়েলিটি ভিত্তিক অভিজ্ঞতা অর্জন সহ এমন অনেক অভিজ্ঞতাই যা আগে দর্শকদের মধ্যে ছিল না।
এছাড়াও এয়ারটেল ড্রোন ভিত্তিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট ব্যবস্থারও প্রদর্শন করেছে। শুধু ৫জি পরিষেবা নয়। তাছাড়াও এয়ারটেলের অন্যান্য ইন্টারনেট পরিষেবা নিয়েও আলোচনা হয়েছে এই মঞ্চে। এই প্রদর্শন সম্পর্কে বাংলা ও ওড়িশার ভারতী এয়ারটেলের সিইও সিদ্ধার্থ শর্মা বলেন, 'এই প্রদর্শনটি হল আমাদের ৫জি নেটওয়ার্কের প্রস্তুতি। আমরা বিশ্বমানের ৫জি অভিজ্ঞতা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বধ্যপরিকর।'