শেষ আপডেট: 15th November 2021 07:56
দ্য ওয়াল ব্যুরো: বায়ুদূষণে (air pollution) হাঁসফাঁস অবস্থার রাজধানী দিল্লির (delhi)। দমবন্ধ হয়ে আসছে, চোখ থেকে জল পড়ছে। এই অবস্থায় দিল্লিতে সোমবার থেকে যাবতীয় সরকারি অফিসের কাজ হবে বাড়ি থেকে। দূষণের জেরেই 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সিদ্ধান্ত এবার দিল্লিতে। প্রতি বছরই শীত নামার মুখে সেখানকার বাতাসের হাল ভয়াবহ হয়ে ওঠে। এবার দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট (supreme court) দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার, কেন্দ্রকেও রাজধানীর বাতাসের গুণমান উন্নত করতে দ্রুত ব্যবস্থা নিতে বলে, যানবাহন চলাচল বন্ধ রাখা, লকডাউন জারির মতো ব্যবস্থা ভেবে দেখতেও বলে। সেইমতো দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকার সোমবার রাজধানীতে লকডাউন (lockdown) জারি, তার ধরন কী হতে পারে, সে ব্যাপারে সর্বোচ্চ আদালতে প্রস্তাব (proposal) পেশ করবে। ফসল পোড়ানো, যানবাহন থেকে বেরনো ধোঁয়া, রাজধানীর উপকন্ঠে কলকারখানায় কয়লা পোড়ানো, প্রকাশ্যে বর্জ্য পোড়ানো, ধুলো-সব মিলিয়ে দিল্লির বাতাসের গুণমান খুবই খারাপ হয়ে পড়ে। চলতি বছরে শহরের বাতাসের গুণমানের সূচকের অবনতি হতে হতে ৫০০র মধ্যে দাঁড়িয়েছে ৪৭০-৪৯৯ এ! ১০৪ বছর বয়সে লিখতে শিখলেন কুট্টিয়াম্মা, সাক্ষরতা পরীক্ষায় পেলেন ৮৯% নম্বর ফেডেরাল দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিসংখ্যানে স্পষ্ট, দূষণের এমন ভয়াবহ মাত্রার জেরে নানা অসুখে ভোগা মানুষজন আরও অসুস্থ হবেন, যাঁদের ফুসফুসের অবস্থা ভাল, ক্ষতি হবে তাঁদেরও। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় দিল্লি সরকার ২০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখতে বলেছে। গুরুগ্রাম, ফরিদাবাদের স্কুলও বন্ধ থাকবে। ১৭ নভেম্বর পর্যন্ত সব নির্মাণকাজও বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, শনিবার রাতে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব স্কুলে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে, সেগুলি খোলা থাকবে। বাকি সব বন্ধ থাকবে। পাশাপাশি ডিজেলচালিত জেনারেটর, কয়লায় চলা ইটভাঁটাও বন্ধ রাখা, পার্কিং ফি বাড়ানো, মেট্রো, বাস ঘনঘন চালানোর প্রস্তাব দিয়েছে দিল্লি সরকার। এসব জরুরি পদক্ষেপের লক্ষ্য শহরে যানবাহন চলাচলের ফলে ধুলো দূষণ কমানো। এছাড়া ধুলো ওড়ৃা বন্ধ করতে শহরে ৪০০ ট্যাঙ্কার থেকে জল ছেটানো হবে। ২০নভেম্বরের মধ্যে ৪ হাজার একর ফসল পোড়ানো জমিতে বায়ো-ডিকম্পোজার সল্যুশন স্প্রে করার কাজও শেষ করবে দিল্লি সরকার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'