শেষ আপডেট: 19th December 2018 15:17
দ্য ওয়াল ব্যুরো : পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে খারাপ ফলের পর কয়েকটি পণ্যে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কমানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার ফলে ওই পণ্যগুলি আগামী দিনে মিলবে সস্তায়। বিশেষ সূত্রে খবর, বাতানুকূল যন্ত্র, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ডিজিট্যাল ক্যামেরা এবং ভিডিও গেম সহ বিভিন্ন ভোগ্যপণ্যে জিএসটি কমতে চলেছে। সম্ভবত আগামী শনিবারই জিএসটি কাউন্সিল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আরও যে সব পণ্যে জিএসটি কমতে পারে বলে আশা করা হচ্ছে, তার মধ্যে আছে ওয়াটার হিটার, রং, ট্র্যাক্টর, সুগন্ধী এবং গাড়ির যন্ত্রাংশ। এছাড়া ভ্যাকুয়াম ক্লিনার, শেভার, হেয়ার ক্লিপার, সিমেন্ট, ভার্নিস এবং মার্বেলেও জিএসটি কমবে বলে অনেকে মনে করছেন। যে সব পণ্যে চড়া জিএসটি-র হার অপরিবর্তিত থাকবে তার মধ্যে আছে দামি গাড়ি, ইয়ট, ব্যক্তিগত বিমান, সিগারেট, পান মশলা, তামাকজাত নানা পণ্য ও সফট ড্রিংকস। এখন এসি, ডিজিট্যাল ক্যামেরা এবং ভিডিও গেমের ওপরে জিএসটি-র হার ২৮ শতাংশ। খুব কম পণ্যের ওপরেই অত চড়া হারে জিএসটি আদায় করা হয়। রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনে জিএসটি-র হার ১৮ শতাংশ। আগামী দিনে বেশিরভাগ পণ্যের ওপরে জিএসটির হার ১৮ শতাংশের কম হতে পারে। গত মঙ্গলবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আমরা এখন ৯৯ শতাংশ পণ্যের ওপরে জিএসটি কমানোর চেষ্টা করছি। কেবল কয়েকটি শৌখিন জিনিস ছাড়া সব কিছুতেই ওই করের হার ১৮ শতাংশের নীচে নামিয়ে আনা হবে। তাঁর কথায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জিএসটির করকাঠামো সহজ-সরল হওয়া উচিত। সরকার সেই লক্ষেই কাজ করছে। ২০১৭ সালের ২৯ মার্চ সারা দেশে জিএসটি চালু হয়। নানা ধরণের কেন্দ্রীয় ও রাজ্যের করের বদলে সারা দেশে লাগু হয় একই করকাঠামো। তাতে নানা পণ্যের ওপরে সর্বনিম্ন পাঁচ শতাংশ থেকে সর্বোচ্চ ২৮ শতাংশ কর বসানো হয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেন, এখন ৯৭ শতাংশ পণ্যের ওপরে ১৮ শতাংশ অথবা তার চেয়ে কম কর নেওয়া হয়। এবার প্রধানমন্ত্রী যদি ৯৯ শতাংশ পণ্যের ওপরে জিএসটি কমিয়ে দেন, তা নিশ্চয় ভালো খবর। বেশির ভাগ পণ্যে জিএসটি-র হার ১৫ শতাংশের কাছে নামিয়ে আনা হবে। বাজারে তার প্রভাব পড়বে ব্যাপক। নানা জিনিসের বিক্রি নিঃসন্দেহে বাড়বে।