শেষ আপডেট: 12th March 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: আসাউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন সংক্ষেপে মিম এরাজ্যে ২০২৬ সালের বিধানসভা ভোটে সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। দলের দাবি, পশ্চিমবঙ্গে এখন মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশের বেশি। তাই তারা মুসলিম অধিকার রক্ষার দাবিতে পূর্ণ শক্তিতে নামতে চলেছে ভোটে। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের নেতারা।
মিমের মুখপাত্র ইমরান সোলাঙ্কি বলেন, আমরা এখানে একটি বিরাট ঘোষণা করছি। আমরা এর আগে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লি বিধানসভায় ভোটে লড়েছি। বাংলাতেও আমরা সব আসনে লড়াই করব। গত পঞ্চায়েত ভোটে মিম মালদহে ৬০,০০০, মুর্শিদাবাদে ২৫,০০০ এবং অন্যান্য এলাকা থেকে ১৫,০০০ থেকে ১৮,০০০ ভোট পেয়েছিল। ২০২৬-এর ভোটে আরও ভালো ফলের আশায় মঙ্গলবার থেকেই বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে মিম।
মোবাইল ফোন থেকে 07941055774 নম্বরে একটি মিসড কল দিলেই সদস্য হওয়া যাবে দলের। এই অভিযানকে আরও গতি দিতে ইদের পরপরই খোদ আসাউদ্দিন ওয়েইসি রাজ্য সফরে আসছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। মিমের রাজ্য কোর কমিটির এক শীর্ষস্থানীয় নেতা জোরের সঙ্গে বলেন, শাসকদল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটের অহংকারকে চ্যালেঞ্জ জানাতেই তাঁদের এই কর্মসূচি।
তিনি আরও বলেন, তৃণমূল সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রয়োজনকে উপেক্ষা করছে। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদে মুসলিমদের জন্য একটি বিশ্ববিদ্যালয় নেই। তৃণমূলের কাজে যাঁদের মোহভঙ্গ ঘটেছে, সেই মুসলিমদের জন্য বিকল্প রাজনৈতিক জমি গড়ে তুলতে আসছে মিম। দলের দাবি, মালদহ, মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত জেলায় গত পঞ্চায়েত ভোটে তারা আশানুরূপ ফল করেছে। জল্পনা উসকে দিয়ে আরও একধাপ এগিয়ে দাবি করা হয়েছে যে, তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক আড়ালে-আবডালে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন।
এই পরিস্থিতিতে বাংলার ভোট রাজনীতিতে মিমের প্রবেশ ঘটলে তা তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাঙ্কে থাবা বসাতে পারে। তৃণমূলের পকেটে এখন প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোট রয়েছে। সে কারণে অনেকের অনুমান, ওয়েইসির দল বাংলার ভোটে অংশ নিলে তাতে পরোক্ষে বিজেপিরই সুবিধা হবে। যদিও এ ধরনের অনুমান, সন্দেহ বা জল্পনা নিয়ে মুখ খুলতে রাজি হননি কেউই।