শেষ আপডেট: 10th September 2024 09:11
দ্য ওয়াল ব্যুরো: ডিউটিতে থাকা অবস্থায় মদ্যপান করার অভিযোগে সাসপেন্ড হলেন এক রেলকর্মী। অসংলগ্ন অবস্থায় ট্রেনের সময়সূচি ভুল ঘোষণা করেছিলেন তিনি। গত শুক্রবারের এই ঘটনায় আগরপাড়া স্টেশনে ঝামেলাও শুরু হয়েছিল। ভুল ঘোষণা করা ওই কর্মীকে তাড়া করে ধরেও ফেলেন যাত্রীরা। এর পরে ট্রেন অবরোধ করে বিক্ষোভও করেন তাঁরা।
এর পরেই অভিযোগ পেয়ে নড়ে বসে রেল। অভ্যন্তরীণ তদন্ত চালায় ওই কর্মীর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মহেশ পাসোয়ান নামে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল ওইদিন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্টেশনে দাঁড়িয়েছিলেন প্রচুর নিত্যযাত্রী। অভিযোগ, একের পর এক ট্রেন বেরিয়ে যাচ্ছিল, কোনও ঘোষণাই করা হচ্ছিল না। অনেকের ট্রেন মিস হচ্ছিল। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করতে বাধ্য হচ্ছিলেন ট্রেন ধরবেন বলে। ফলে বাড়ছিল ভিড়, নিত্যযাত্রীদের ক্ষোভও বাড়ছিল। এমনই সময়ে একটি ট্রেনের ব্যাপারে ভুল ঘোষণা শুরু হতেই যাত্রীদের ধৈর্যের বাঁধ ভাঙে।
জানা গেছে, রাত পৌনে ন'টা নাগাদ বিক্ষুব্ধ যাত্রীরা সোজা স্টেশন মাস্টারের ঘরে যান। অভিযোগ, সেখানে মহেশ পাসোয়ানকে দেখা যায় মদ খেতে খেতে ঘোষণা করতে। যাত্রীরা ঘিরে ধরতেই তিনি মদের গ্লাস হাতে নিয়ে শৌচালয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করেন বলেও উঠেছে অভিযোগ। কিন্তু যাত্রীরা তাড়া করে তাঁকে ধরে ফেলেন।
যাত্রীদের দাবি, তিনি এতই মাতাল ছিলেন যে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। ঘটনাস্থলে ছিলেন মহেশের ছেলেও। তিনি নাকি বাবাকে আড়াল করতে ঘটনাস্থলে পৌঁছনো সাংবাদিকদের হেনস্তা করেন।
এই অবস্থায় প্রায় ৪০ মিনিট রেল অবরোধ করে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। শেষে রেলকর্তারা এসে পদক্ষেপের আশ্বাস দেন। স্বাভাবিক হয় রেল চলাচল।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, দিনের পর দিন অব্যবস্থা চলছে। সন্ধে হলেই স্টেশনের মধ্যে মদ্যপানের আসর বসানো হয়। এর আগেও মদ খেয়ে ভুল ঘোষণার ঘটনা ঘটেছে। যাত্রীরা চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন। এই নিয়ে বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁদের। তাই হাতেনাতে ওই রেলকর্মীকে ধরে বিক্ষোভ দেখান তাঁরা।
রেল সূত্রের খবর, মহেশ পাসোয়ানকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তিনি রেলের পোর্টার। রেলের সময়সূচি ঘোষণা করার কথা নয় তাঁর। এ বিষয়ে স্টেশন ম্যানেজারের কাছে কারণ তলব করা হয়েছে। বিভাগীয় তদন্ত চলছে।